
প্রতিনিধি, উদয়পুর :-
ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পালাটানা পাওয়ার প্লান্ট এমপ্লয়ী অ্যাসোসিয়েশন সকল ওয়াকার্সদের নিয়ে শুক্রবার সন্ধ্যা ছয়টায় পালাটানা ওটিপিসি এলাকায় এক নতুন অফিস ঘরের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন ও ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাতা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস । এছাড়া উপস্থিত ছিলেন , ভারতে মজদুর সংঘের গোমতী জেলার সহ-সভাপতি স্বপন মন্ডল , সহ-সম্পাদক কৃষ্ণ বৈদ্য , জেলার অটো রিক্সা মজদুর সংঘের সম্পাদক প্রদীপ মজুমদার সহ প্রমূখ । এদিনের অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে গোমতী জেলা সভাপতি গৌতম দাস বলেন , ওটিপিসিতে কর্মরত বিভিন্ন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শ্রমিকরা কাজ করে চলেছে। একই সাথে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বিভিন্ন সময় সংগঠনের পাশে দাঁড়িয়ে আন্দোলনে সামিল হয়েছে। কিন্তু ওটিপিসির দায়িত্বে থাকা বর্তমান যে আধিকারিক রয়েছেন উদয়পুর পালাটানায় তার খারাপ আচরণের ফলে শ্রমিকদের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই আগামী কিছুদিনের মধ্যেই এই বিষয় নিয়ে দিল্লিতে এক প্রতিবাদ পত্র তুলে ধরা হবে ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার পক্ষ থেকে । বর্তমান সময়ে রাজ্য সরকার শ্রমিকদের স্বার্থে কাজ করে চলেছে । আগামী দিন এই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গুলি তুলে ধরতে হবে বিভিন্ন ছোট সভার মধ্য দিয়ে । একই সাথে সভাপতি বলেন , ওটিপিসির ভেতরে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া হচ্ছে তা তীব্র প্রতিবাদ জানান তিনি । পরে অনুষ্ঠান শেষে ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত পাওয়ার প্লান্ট এমপ্লয়ী অ্যাসোসিয়েশন সকল ওয়াকার্সদের মধ্য দিয়ে তৈরি হওয়া নতুন অফিস ঘরের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ভারতীয় মজদুর সংঘের গোমতি জেলা সভাপতি গৌতম দাস । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের উপস্থিতি ছিল সারা জাগানো ।