Home » আভাংছড়া এডিসি ভিলেজের সার্বিক উন্নয়নে কাজকরেযাচ্ছেন মন্ত্রী শুক্লাচরন ।

আভাংছড়া এডিসি ভিলেজের সার্বিক উন্নয়নে কাজকরেযাচ্ছেন মন্ত্রী শুক্লাচরন ।

by admin

শান্তিরবাজার প্রতিনিধ :জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রথেকে জয়লাভেরপর থেকে নির্বাচনে দেওয়া পতিশ্রুতিথেকে শুরুকরে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজকরেযাচ্ছেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। সমতল এলাকার পাশাপাশি পাহাড়ী এলাকায়ও উন্নয়নমূলক কর্মসূচী চলছে এমনটাই দেখাযায়। বর্তমানসময়ে এডিসি এলাকা তিপ্রামথা দলের দখলে। তিপ্রামথা জনজাতিদের উন্নয়ের স্বার্থে কাজ করছেনা। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে জনজাতিদের উন্নয়নে কাজকরেযাচ্ছে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। বিগত দিনে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রটি বামেদের দখলেছিলো। তখনকার সময়ে বাম বিধায়ক যশবীর বাবু জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের উন্নয়নপ্রকল্পে কোনোপ্রকার কাজ করেননি। বর্তমানসময়ে ২০২৩শের বিধানসভা নির্বাচনে জয়লাভের পরথেকে অল্প কয়েকামসের মধ্যেই জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়িত করলো মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। এই উন্নয়নমূলক কর্মসূচীর জন্য সকলেমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের আভাংছড়া এডিসি ভিলেজে মন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচীগুলি নিয়ে এলাকাবাসীর পতিক্রিয়া জানাগেলো। সকলে মন্ত্রীকে এইধরনের কর্মসূচি হাতে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। যারমধ্যে এই এলাকায় একটি ইটের সলিং রাস্তা নির্মাম করাহয়েছে, এলাকার লোকজনদের সুবিধার্থে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয়জল পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করাহচ্ছে, এলাকার লোকজনদের সরকারি ঘর ও ভাতা প্রদানের ব্যাবস্থা করাহয়েছে। অল্প কয়েকমাসের মধ্যে এইধরনের উন্নয়নমূলক কর্মসূচী করাসত্বেও বিরোধীশিবিরের লোকজন উন্নয়নমূলক কাজগুলি স্তব্ধকরেদিতে মন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা চালিয়েযাচ্ছে। যারফলে পূ্র্বপিলাক এলাকায় বামের কুফলের একটি চিত্রতুলেধরে সামাজিকমাধ্যমের মাধ্যমে লোকজনদের বিভ্রান্ত করার চেষ্টাচালিয়েযাচ্ছে। এই সমস্যার কথা জানতেগেলে এলাকার জনপ্রতীনিধিরা জানান এলাকার উন্নয়নে একশানপ্লেন হাতে নেওয়াহয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে কাজগুলি বাস্তবাস্তবায়িত হবে। রাজ্যসরকারের উন্নয়নমূলক কর্মসূচীগুলি বিরোধীরা সহ্যকরতে পারছেনা। তাই নানানভাবে লোকজনদের বিভ্রান্ত করার চেষ্টাচালিয়েযাচ্ছে। আজকেরদিনে আভাংছড়া এডিসি ভিলেজের লোকজনদের সঙ্গে কথা বলেজানাযায় সকলে মন্ত্রীর পাশেআছে। বিরোধীদের চক্রান্তের দৃষ্টান্তমূলক জবাবদেবে জনগন। সকলে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে আগামীদিনেও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার পাশে থাকবেন বলে জানান।

You may also like

Leave a Comment