প্রতিনিধি, উদয়পুর
জনজোয়ারে ভাসলো ধনপুরের ৩ নং বুথ । মঙ্গলবার দুপুরে বিজেপির প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে যোগদান সমাবেশ অনুষ্ঠিত হয় । এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন, একত্রিশ আরকেপুর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি প্রবীর দাস। এই দিনের যোগদান সভায় ভাষণ রাখতে গিয়ে মন্ডল সভাপতি প্রবীর দাস বলেন , এবারের উপনির্বাচন উন্নয়নের শিখরে দাঁড়িয়ে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছে ভারতীয় জনতা পার্টি । রাজ্যে এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী ও মানিক সাহার সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করতে এবং এই বিকাশমুখী সরকার কর্তৃক কর্মযজ্ঞের ভাগীদার হতে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে চলছে যোগদান । এই উন্নয়নের যজ্ঞে সামিল হতে নয় পরিবারের ৩৫ জন ভোটার বাম ও কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন । আগামী দিনে ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন প্রবীর দাস । এদিন নবাগতদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন ৩১ আরকেপুর মন্ডল সভাপতি তথা ধনপুর ১ ও ৩ নং বুথের বিস্তারক প্রবীর দাস । তাছাড়া ১ ও ৩ নং বুথের প্রবীণ নাগরিকদেরকে সাথে নিয়ে দলীয় নির্বাচনী কার্যালয়ে বৈঠক করেন তিনি । উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করার জন্য ধনপুর এলাকায় প্রবীনদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।