প্রতিনিধি, উদয়পুর :-
কুমার ঘাটে জগন্নাথ দেবের উল্টোরথে হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল আট জন জগন্নাথ ভক্তের । যার রীতিমতো গোটা ভারতবর্ষে এক শীর্ষক সংবাদ হয়ে দাঁড়িয়েছে এবং এই বিদ্যুৎ পৃষ্ট হওয়ার ঘটনায় আহত হয়েছেন বহু পুণ্যার্থী । ঐদিন রাতেই আগরতলা থেকে ট্রেনে চেপে কুমারঘাটে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী । পরবর্তী সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের অন্যান্য বিধায়ক এবং মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা আহতদের দেখতে কখনো কুমারঘাটে আবার কখনো জিবি হাসপাতালে ছুটে যান । শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা রাজ্যবাসী । এই ঘটনায় শাসকদল বিজেপি ৩১ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বিজেপি মন্ডলের কর্মীরা । বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুর জগন্নাথ চৌহমুনীতে হয় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান । শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান কে কেন্দ্র করে দলীয় কর্মীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় ।