Home » চরিলামে কার্যকর্তাদের সাথে মন কি বাত শুনলেন যীষ্ণু দেব্বর্মন

চরিলামে কার্যকর্তাদের সাথে মন কি বাত শুনলেন যীষ্ণু দেব্বর্মন

by admin

সত্যভাষণ প্রতিনিধি, বিশালগড় ,৩০ এপ্রিল ।। প্রধানমন্ত্রীর শত তম মন কি বাত অনুষ্ঠান কার্যকর্তাদের সঙ্গে বসে শুনলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। রবিবার চড়িলাম মন্ডলের পুরান বাড়ি ১৬ নং বুথের কার্যকর্তারা মন কি বাত শোনার ব্যবস্থা করে। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। শুরুতে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ উপস্থিত সবাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০০ তম মন কি বাত শুনলেন যীষ্ণু দেববর্মা সহ কার্যকর্তারা৷ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন মন কি বাত অনুষ্ঠান সারা দেশে ব্যাপক প্রভাব ফেলেছে। এটা প্রধানমন্ত্রীর মনের কথা নয়। ভারতবর্ষের মানুষের মনের কথা তুলে ধরছেন প্রধানমন্ত্রী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি মন কি বাত অনুষ্ঠানে উত্তর পূর্ব ভারতের কথা ত্রিপুরার কথা তুলে ধরছেন প্রধানমন্ত্রী। এদিকে বিশালগড়ের প্রভুরামপুরে কার্যকর্তাদের সঙ্গে মন কি বাত শুনলেন বিধায়ক সুশান্ত দেব। মন কি বাত অনুষ্ঠানকে ঘিরে কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। বিধায়ক সুশান্ত দেব বলেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের মার্গদর্শক। মন কি বাত অনুষ্ঠানেও দেশের সকল প্রান্তের কথা উঠে আসছে বারবার। এদিন কমলাসাগর, গোলাঘাটি, টাকারজলা, সোনামুড়া বক্সনগর, নলছড় ধনপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শততম মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

You may also like

Leave a Comment