Home » নির্বাচিত সদস্য / সদস্যাদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

নির্বাচিত সদস্য / সদস্যাদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

by admin

প্রতিনিধি।৩০এপ্রিল।
রবিবার দুপুর ১২ ঘটিকায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ , ( তেলিয়ামুড়া শাখা ) ও ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ এসোসিয়েশনস্ , ( ধর্মনগর ডিভিশন ) এর যৌথ উদ্যোগে ২০২৩ ইং ত্রিপুরা রাজ্য বিধানসভায় তেলিয়ামুড়া মহকুমা থেকে নির্বাচিত সদস্য / সদস্যাদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীমতি কল্যাণী সাহা রায় ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের বিধায়িকা তথা মুখ্য সচেতক , ত্রিপুরা বিধানসভা । উপস্থিত ছিলেন ২৭ কল্যানপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক শ্রী পিনাকী দাস চৌধুরী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী তপন কুমার দে সাধারণ সম্পাদক , ভারতীয় মজদুর সংঘ , ত্রিপুরা প্রদেশ । শ্রী দীপক কুমার দাস সম্মানিত সভাপতি , ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ এসোসিয়েশনস্ , ধর্মনগর ডিভিশন । সভাপতি গেজেটেড অফিসার সংঘ , খোয়াই জেলা । সভাপতি : সাধারণ সম্পাদক , ভারতীয় মজনুর সংঘ , খোয়াই জেলা কমিটি । সভাপতি , ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ , তেলিয়ামুড়া শাখা।
এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায় বলেন, রাজ্যের মানুষ আজ যথেষ্ট সচেতন, গত পাঁচ বছরে রাজ্যের আমূল পরিবর্তন ঘটে গেছে। শুধু শহর নয় একই সঙ্গে উন্নয়ন ঘটেছে গ্রাম পাহাড়েও। রাজ্যকে আরো উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্যই রাজ্যের মানুষ দ্বিতীয়বারের জন্য বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করেছে। আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি স্বাভাবিকভাবেই আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। মুখ্য সচেতক কল্যাণী রায় আরো বলেন, আজ এখানে কর্মচারীরা উপস্থিত রয়েছেন। আপনারা কেউ বলতে পারবেন না নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টি আপনাদের কাছ থেকে কোনরকম চাঁদাবাজি করেছে। কিন্তু বিরোধীরা কর্মচারীদের থেকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করেছে বলে অভিযোগ করেন। কর্মচারীরাই হলো রাজ্যের উন্নয়নের প্রতীক। রাজ্য সরকার বরাবরই কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং আগামী দিনেও করবে বলে আশ্বস্ত করেন। আজকের সংবর্ধনা সভায় তেলিয়ামুড়া টাউন হল চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

You may also like

Leave a Comment