বিধানসভা নির্বাচনকে কেন্দ্রকরে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমাকরলেন বিজেপি ও আই পি এফ টি মনোনিত দুই প্রার্থী।
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্রকরে সোমবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে ৩৬ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের রিটানিং অফিসার তথা শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের নিকট মনোনয়নপত্র জমাকরলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী প্রমোদ রিয়াং। অপরদিকে একইদিনে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের রিটানিং অফিসার তথা শান্তির বাজার মহকুমার অতিরুক্ত মহকুমাশাসকের নিকট মনোনয়ন পত্র জমাকরলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লা চরন নোয়াতিয়া। বিজেপির উদ্দ্যোগে এক মিছিলের মাধ্যমে আজকের এই মনোনয়ন পত্র জমাকরলেন বিজেপি ও আই পি এফ টি মনোনিত প্রার্থী। শত শত বিজেপি কর্মী সমর্থকরা গেরুয়া ঝান্ডা কাঁদে নিয়ে শান্তির বাজারে বিভিন্ন জনপদ এবং ৮ নং জাতীয় সড়ক কাঁপে মিছিল সংগঠিত করেন। আজকের এই মনোনয়ন পত্রজমা শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে আই পি এফ টি মনোনিত প্রার্থী ও বিজেপি মনোনিত প্রার্থী জানান উনারা আশাবাদী আসন্ন বিধানসভা নির্বাচনে উনারা বিপুল ভোটে জয়লাভ করবে। অপরদিকে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী প্রমোদ রিয়াং জানান তিনি ভোটে জয়লাভ করে বিগতদিনের অর্ধসমাপ্ত কাজগুলি দ্রুত সমাপ্তকরার পরিকল্পনা গ্রহণ করবেন। পাশাপাশি শান্তি সম্প্রীতি উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করবেন আগামী দিন। দেখা গেল আজকের এই মনোনয়নপত্র জমা কে কেন্দ্র করে বিজেপি যুবক-যুবতী নারী-পুরুষ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় পাশাপাশি জন উচ্ছ্বাস ছিল কর্মী সমর্থকদের চোখে পড়ার মতো।