কল্যাণপুর প্রতিনিধি:
বিধানসভা নির্বাচন আর হাতেগোনা তিন থেকে সাড়ে তিন মাস বাকি। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি রাজ্যে অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সব কটি বিধানসভা কেন্দ্রের সাথে সাথে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী কে হচ্ছেন এটাই এখন একটা বড় প্রশ্ন! অনেক বিশ্লেষণ হয়েছে, চায়ের স্টল থেকে শুরু করে রাজনৈতিক দলের পার্টি অফিস সব জায়গাতেই এ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তবে ইতিমধ্যে রাজ্য বিজেপির শীর্ষ মহল সূত্রে যা খবর গোটা রাজ্যের অধিকাংশ বিধানসভা কেন্দ্র গুলোর মধ্যেই বিজেপি দল তাদের প্রার্থী ৯৯% চূড়ান্ত করে নিয়েছেন, এই তালিকায় ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রও রয়েছে। বিজেপি দলের শীর্ষ মহলের বিশ্বস্ত সূত্রে খবর এই কল্যাণপুর প্রমুদনগর কেন্দ্রে প্রার্থী বদল হচ্ছে না। যদিও মাঝে কিছুদিন স্থানীয় জনৈক আরএসএস ঘেসা নেতৃত্বকে নিয়ে যেমন জল্পনা চলছিল, ঠিক তেমনি জনৈক যুব নেতাও টিকেটের অন্যতম দাবীদার ছিলেন বলে খবর। বিজেপির শীর্ষ মহল ব্যাপকভাবে নিজেদের মধ্যে বিশ্লেষণ করেছে, আলোচনা পর্যালোচনা করেছে এবং সার্বিকভাবে এলাকার পরিস্থিতি যাচাই করেছে বলে খবর। সবকিছু মিলিয়ে আপাতত সেই সময় বর্তমান বিধায়ক পিনাকী দাস চৌধুরী নামেই সিলমোহর দিচ্ছে বলে খবর। এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে যেটা উঠে আসছে তা হচ্ছে এই মুহূর্তে গোটা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্র জুড়ে শাসক বিজেপি দলের গ্রহণযোগ্য নেতৃত্বেদের মধ্যে শীর্ষস্থানেই রয়েছেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এছাড়াও এলাকার সার্বিক বিশ্লেষণ থেকে যে বিষয়টা উঠে এসেছে বিগত প্রায় পাঁচ বছর সময়ে গোটা কল্যাণপুর জুড়ে আর্থসামাজিক ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই সময়ের মধ্যে কল্যাণপুরের ডায়েট কলেজ, কল্যাণপুর এর মার্কেট স্টল, নবরূপে হাসপাতালের আত্মপ্রকাশ, বিভিন্ন জায়গার গ্রামীণ মার্কেটস্টল, গোটা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় পানীয় জলের সম্প্রসারণ, এলাকায় এলাকায় একাধিক ডিপ টিউবয়েল স্থাপন, গ্রামীণ বিদ্যুতায়নের প্রশংসনীয় উদ্যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো গত উন্নয়ন বিধায়ক পিনাকী দাস চৌধুরীকে আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে টিকিটের অন্যতম দাবিদার করছে বলে খবর।
এছাড়াও গোটা কল্যাণপুরের ইতিহাসে প্রয়াত প্রাক্তন বিধায়ক কাজল চন্দ্র দাসের পর সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেও বিধায়ক পিনাকী দাস চৌধুরী বিশেষ কৃতিত্বের দাবি রাখেন। অন্যদিকে বিজেপি দলের শীর্ষ মহল গোটা রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখে মোটামুটি ঠিক করেছেন কল্যাণপুরের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে বিরোধী সিপিআইএম, মথা কিংবা কংগ্রেসের যত হেভিওয়েট প্রার্থী দাঁড়াক না কেন, একমাত্র বিধায়ক পিনাকী দাস চৌধুরী প্রতিদ্বন্দিতা করলেই এই কেন্দ্রে শাসক বিজেপি দলের জয় এক প্রকার নিশ্চিত। বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে তা হয়তো সময় বলবে, তবে আপাতত যা খবর কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে আগামী বিধানসভা নির্বাচনে শাসক বিজেপি দলের প্রার্থী হচ্ছেন বর্তমান বিধায়ক পিনাকী দাস চৌধুরী
কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে পিনাকী
148