ধর্মনগর প্রতিনিধি।
বুধবার অর্থাৎ 30 নভেম্বর ধর্মনগর এবং কাঞ্চনপুর মিলিয়ে রাজ্য থাঙটা দল ইনফলের উদ্দেশ্যে আঠাশ তম জুনিয়র জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রওনা হল। ইনফলের ঘুমান ল্যামপ্যাক ইন্দোর স্টেডিয়ামে আগামী ১২ এবং ৩ ডিসেম্বর এ প্রতিযোগিতা চলবে। সাতজন ছেলে ও পাঁচজন মেয়েকে নিয়ে 12 জনের দল এবং দুইজন কোচকে নিয়ে রাজ্য দল রওনা হয়েছে। এই দলটি মূলত ধর্মনগর এবং কাঞ্চনপুর কে নিয়ে গড়া। ধর্মনগর রেল স্টেশনে এদেরকে অভিনন্দন জানাতে উপস্থিত হন পুরপুরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার। যেভাবে জুনিয়রদের মধ্যে খেলার প্রতি মনোভাব বাড়ছে তাকে স্বাগত জানান চেয়ারপারসন। তিনি বলেন নেশা মুক্ত ত্রিপুরা গড়তে খেলাধুলা হচ্ছে প্রকৃত মাধ্যম। ধর্মনগরের যুবকদের প্রতি খেলাধুলায় আত্মনিয়োগ করতে আসা ব্যক্ত করুন। তিনি আরো জানান আগামী বছর থেকে খেলা ধর্মনগর নামে একটা ইভেন্ট শুরু করতে চলেছেন যুবক-যুবতীদের মধ্যে খেলাধুলার প্রতি আসক্তি বাড়ানোর জন্য। পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে সুস্থ রাখা এবং সঠিক মানুষ করার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই ধর্মনগরের যুবক-যুবতীদের খেলাধুলার প্রতি আসক্তি হওয়ার আহ্বান জানান।
২৮ তম জাতীয় জুনিয়র থাতটা প্রতিযোগিতায় ইনফলের উদ্দেশ্যে রওনা হলো ধর্মনগর থেকে রাজ্য দল।
111
previous post