প্রতিনিধি, গন্ডাছড়া ২৮ ডিসেম্বর:- রাইমাভ্যালী মন্ডল অফিস বিয়ারারের পক্ষ থেকে শনিবার নবনিযুক্ত মন্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন মণ্ডল কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডলের সহ-সভাপতি আদিত্য সরকার, সাধারণ সম্পাদক মদন বিকার চাকমা, সম্পাদক প্রীতি কুমার চাকমা, সমীর দাস প্রমুখরা। পাশাপাশি এদিন মন্ডলের সকল অংশের নেতৃত্বদের সাথে পরিচয় পর্ব এবং সাংগঠনিক সভায় অংশ নেন। সাংগঠনির সভায় মন্ডল সভাপতি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, মন্ডলের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক সহ মন্ডল, মোর্চা এবং জেলার বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা। সেখানে আগামী দিনের সংগঠনের বিভিন্ন রূপরেখা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। তাছাড়াও এদিন তিনি পার্টির প্রবীণ নেতৃত্ব তথা ২০০৮ সালে এডিসি নির্বাচনে বিজেপির প্রার্থী প্রেম কুমার ত্রিপুরার বাড়িতে গিয়ে উনার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। পার্টির প্রবীণ নেতৃত্বদের প্রতি মন্ডল সভাপতির উদার মানসিকতা দেখে সাধারণ মানুষের মধ্যে ওনার গ্রহণযোগ্যতা কয়েক গুণ বেড়ে যায়।
44
next post