শান্তিরবাজার প্রতিনিধি : বোকাফা ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীনিয়ে মঙ্গলবার ব্লকের কনফারেন্স হলে এক বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন ভিলেজের চেয়ারম্যান পঞ্চায়েত সচিবদের নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠীত করাহয়। এই মিটিং এ উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, দক্ষিন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিন জেলার জেলা শাসক স্মীতা মল এম এস, দক্ষিন জেলা পরিষদের সদস্য নিতিশ দেবনাথ, বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল সহ অন্যান্যরা। শান্তির বাজার মহকুমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতে আজকের এই রিভিউ মিটিং অনুষ্ঠীত করাহয়। মিটিং এ ব্লকের অধীনে থাকা সব কয়টি পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা , পঞ্চায়েত সচিব, বিভিন্ন দপ্তরের আধিকারী গন উপস্থিত ছিলেন। আজকের আলোচনার মাধ্যমে ব্লকের বিভিন্ন ভিলেজে গুলির উন্নয়নমূলক কর্মসূচীর আলোচনাকরাহয় এবং যে সকল কর্মসূচী অর্ধসমাপ্ত রয়েছে তা কেন অর্ধসমাপ্ত রয়েছে এবং কিভাবে কাজের আরো বেশি গতি এনে সমাপ্তি করাহবে তানিয়ে সকলের মধ্যে মতবিনিময় করাহয়। আজকের এই আলোচনাশেষে আলোচনার বিভিন্ন দিকগুলি সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী জানান সমগ্র দক্ষিনজেলার উন্নয়নে প্রতিনিয়ত দক্ষিন জেলায় অবস্থিত সবকয়টি ব্লকে রিভিং মিটিং অনুষ্ঠীত করাহবে।
উন্নয়নের কাজে আরো বেশি গতি আনতে মন্ত্রীর উপস্থিতিতে বোকাফা ব্লকে অনুষ্ঠীতহয় রিভিউ মিটিং।
by admin
written by admin
62
previous post