প্রতিনিধি , উদয়পুর : – মাতাবাড়ি বিধানসভা এলাকার ৩০ নং বুথের অন্তর্গত মাতাবাড়ি রেল স্টেশন থেকে মূল সড়ক পথ হয়ে দক্ষিণ মাতারবাড়ি মহাশ্মশান পর্যন্ত রাস্তা সংস্কার করা এবং অন্য আরেকটি রাস্তা নতুনভাবে তৈরি করা দীর্ঘদিনের দাবি ছিল সাধারণ মানুষের। এবার গ্রামবাসীদের কথা মাথায় রেখে স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় বুধবার দুপুরে এলাকা পরিদর্শন করেন দলীয় নেতৃত্বদের সাথে নিয়ে এবং গ্রামবাসীদের বিভিন্ন কথার উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী দিনে নতুন রাস্তা তৈরি করা হবে এলাকায় । এদিন দিনভর এলাকার বিভিন্ন রাস্তায় ফিতা ফেলে মাপা হয় । সাথে কিভাবে রাস্তাটিকে আরও বেশি করে চওড়া করা যায় সেই বিষয়ে কথা বলেন গ্রামবাসীদের সাথে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন ,
বিধানসভার দক্ষিণ মাতাবাড়ি স্থিত ৩০-নং বুথের অন্তর্গত মাতাবাড়ি রেলস্টেশন মেইন রোড হইতে দক্ষিণ মাতাবাড়ি মহাশ্মশান পর্যন্ত রাস্তাকে সংস্কার করে পাকা রাস্তায় রূপান্তরিত করা তৎসঙ্গে দক্ষিণ মাতাবাড়ি স্থিত রঞ্জিত কুমার দাসের বাড়ি হইতে মাতাবাড়ি রেলস্টেশন রোড পর্যন্ত রাস্তাটিকে সংস্কার করে পাকা রাস্তায় রূপান্তরিত করার জন্য এই এলাকার জনগণের একটি দাবি ছিল। আর এই দাবি কে মান্যতা দিয়ে আজ সংশ্লিষ্ট রাস্তাগুলিকে আরডি দপ্তরের আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধি সহ সরজমিনে পরিদর্শন করা হয় । তৎসঙ্গে এলাকাবাসীকে আশ্বাস প্রদান করা হয়েছে খুব কম সময়ের মধ্যে এই রাস্তাগুলি কাজ করে দেওয়া হবে। নতুন ভাবে রাস্তার সংস্কার হওয়ার বিষয়টি গ্রামবাসীরা জানতে পেরে খুবই খুশি হয়েছেন এই দিন ।
রাস্তা সংস্কার এবং নতুন ভাবে তৈরি হবে সড়ক , পরিদর্শনে অভিষেক
146