অসহিষ্ণ গরম যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে খানিকটা স্বস্তি দিতে পথে নামলো যুব মোর্চার এবং বিজেপি খোয়াই জেলা কমিটির নেতৃত্বেগণ।
সংস্কৃতির শহর খোয়াই এর নৃপেন চক্রবর্তী এভিনিউ এলাকায় সোমবার দুপুর ১ ঘটিকায় যুব মোর্চার খোয়াই শহরের কিছু উদ্যমী যুবকদের উদ্যোগে পথচারীদের তীব্র দাবদাহ থেকে স্বস্তি দিতে যুব মোর্চা ত্রিপুরা রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের অনুপ্রেরণায় আয়োজিত হয় এক জলছত্র কর্মসূচি। এদিনের এই জলছত্র কর্মসূচি খোয়াই শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হওয়ায় পথচারীদের অনেকটাই স্বস্তি মিলে। সেখানে ঠান্ডা পানিও হিসেবে শরবত ও তরমুজ বিতরণ করা হয়। এদিনের এই জলছত্র অনুষ্ঠানের মূল উদ্যোক্তা যুব মোর্চা । তাদের এই উদ্যোগের পাশে দাঁড়ান ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই মণ্ডল সাধারণ সম্পাদক অনিমেষ নাগ, বিশিষ্ট রাজনীতিবিদ পরিমল দেবনাথ । এদিন খোয়াই জেলা সাধারণ সম্পাদক বলেন গ্রীষ্মের প্রখর দাবদহ থেকে কিছুটা স্বস্তি দিতে যুব মোর্চার ছেলেদের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে। পথ চলতি মানুষ, গাড়ির চালক, রিকশাচালক, পায়ে হাটা পথচারী, বিভিন্ন দূরপাল্লার গাড়ি , লরিচালক তারা সাদরে এসে এই ঠান্ডা পানীয় গ্রহণ করে, তাতে করে তারা একটু স্বস্তির নিঃশ্বাস নেয় । তিনি আরো বলেন শুধুমাত্র যুব মোর্চা নয় এই গ্রীষ্মে র প্রখর দাবদাহ থেকে মানুষদের একটু স্বস্তি দিতে যাতে অন্যান্য সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলও যেন এগিয়ে আসে। এদিনের এই যুব মোর্চার সামাজিক কর্মসূচিকে ঘিরে কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।
খোয়াই শহরে যুব মোর্চার উদ্যোগে জলছত্র কর্মসূচি
142