162
গাধার পিঠে চেপে বিধানসভা ভোটের মনোনয়নপত্র জমা দিতে গেলেন মধ্যপ্রদেশের দুই প্রার্থী। দু’জনেই নির্দলের প্রতীকে ভোটে লড়বেন। শনিবার তাঁদের মনোনয়ন জমা দিতে দেখা যায় একটি গাধার পিঠে চেপে।
মধ্যপ্রদেশের বুরহানপুর কেন্দ্রের নির্দল প্রার্থী প্রিয়ঙ্ক ঠাকুর। শনিবার তিনি সংশ্লিষ্ট দফতরে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। গাধার পিঠে তাঁকে আসতে দেখে আশপাশের মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। কেন মনোনয়ন জমা দেওয়ার পরিবহণ হিসাবে এমন একটি পশুকে বেছে নিলেন? প্রশ্নের জবাবও তৈরি ছিল প্রিয়ঙ্কের কাছে।তিনি জানান, এই গাধা প্রতীকী। এর মাধ্যমে বিশেষ বার্তা তিনি দিতে চেয়েছেন। প্রিয়ঙ্কের কথায়, ‘‘সমস্ত রাজনৈতিক দলই স্বজনপোষণের শিকার। সাধারণ মানুষকে তারা গাধা (বোকা) বানাচ্ছে। সেই কারণেই আমি গাধায় চেপে মনোনয়ন জমা দিতে এলাম।’’