Home » ১৪ পরিবারের ৪৩ জন ভোটার তিপ্রা মথা ও সিপিআইএম ছেড়ে যোগ দিলেন বিজেপিতে

১৪ পরিবারের ৪৩ জন ভোটার তিপ্রা মথা ও সিপিআইএম ছেড়ে যোগ দিলেন বিজেপিতে

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

আগামী বছর ২০২৪ সালে অনুষ্ঠিত হবে ভারতবর্ষে সাধারণ নির্বাচন । নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই শাসক দল বিজেপি গোটা দেশের সাথে রাজ্যে ও প্রচারের নেমে পড়েছে । একপ্রকার বিরোধীদের কে পেছনে ফেলে রাজ্যে এগিয়ে রয়েছে শাসক বিজেপি । বুধবার মাতারবাড়ি বিধানসভার অন্তর্গত কালাবন বাজারে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় । যোগদান সভায় উপস্থিত ছিলেন , মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা । এদিনের যোগদান সভায় ভাষণ রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রটি আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। আগামী দিনেও ধারাবাহিকভাবে উন্নয়নের কাজ চলবে গোটা বিধানসভা জুড়ে । তিনি বলেন , মুখ্যমন্ত্রী মাত্রু পুষ্টি উপহার প্রকল্পে গর্ভবতী মহিলাদের চারবার পুষ্টি জনক খাদ্যের কীট দেওয়া হচ্ছে । একজন গর্ভবতী মহিলা ৫০০ টাকা মূল্যের পুষ্টিকর খাদ্য পাওয়ার অধিকারী । এখনো পর্যন্ত ৪৭৭৫ জন গর্ভবতী মহিলা উপকৃত হয়েছে । এছাড়া গত চার বছরে গ্রামীণ এলাকায় ৩,৫৯,১৫৮ এবং শহর এলাকায় ১০,৪৭৪ টি ট্যাপের মাধ্যমিক জল সংযোগ দেওয়া হয়েছে । এছাড়া টুয়েপ প্রকল্পে দৈনিক মজুরীর হার বাড়ানো হয়েছে । প্রথমবার ১৫৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৭ টাকা করা হয়েছে তারপর করা হয়েছে ১৮৫ টাকা । প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর বাস্তবায়নে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে প্রথম এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে । সেজন্য ভারত সরকার ত্রিপুরাকে ২০২১ সালের জানুয়ারি মাসের ১ তারিখ পুরস্কৃত করেছে । এদিন বিধায়ক আরো বলেন , গত নয় বছরে কেন্দ্রের মোদি সরকার গোটা ভারতবর্ষে উন্নয়ন করেছে তার সুফল গুলি মানুষের সামনে তুলে ধরা হচ্ছে বর্তমান সময়ে । তিনি বলেন জনজাতি গৌরব দিবসে জনজাতি শহীদ স্মৃতি সংগ্রহালয় স্থাপন এবং দশটি জনজাতি মিউজিয়াম তৈরি সম্পন্ন হয়েছে । প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে ৩৪.৪ লক্ষ হকারদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে । প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ২৭.৬ কোটি মহিলা সুবিধাভোগী ঋণ পেয়েছে বলে জানান বিধায়ক অভিষেক দেবরায় । এই উন্নয়নের গতি দেখে রাজ্যে ও বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে প্রতিদিন যোগদান করছে ভারতীয় জনতা পার্টিতে । এদিন ১৪ পরিবারের ৪৩ জন ভোটার তিপ্রা মথা ও সিপিআইএম দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ।

You may also like

Leave a Comment