Home » ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন উপরাষ্ট্রপতি

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন উপরাষ্ট্রপতি

by admin

উদয়পুর প্রতিনিধি

মঙ্গলবার সকাল ১১ টায় বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে উদয়পুরে আসেন ভারতের উপরাষ্ট্রপতির জগদ্বীপ ধনকর। এদিন প্রথমে বায়ুসেনার তিনটি হেলিকপ্টার উদয়পুর ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ময়দানে অবতরণ করে । অবতরণের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাগত জানান । সে সাথে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , গোমতী জেলা শাসক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা । পরে সড়কপথে ৮ নং জাতীয় সড়ক ধরে উপরাষ্ট্রপতির গাড়ির কনভয় ছুটে যায় মাতাবাড়ি দিকে । মাতাবাড়ি পৌঁছে উপরাষ্ট্রপতি সোজা চলে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে । মন্দিরে পৌঁছে স্বস্ত্রীক পুজো দেন উপরাষ্ট্রপতি । পুজো শেষে ত্রিপুরেশ্বরী মন্দিরের চারদিক প্রদক্ষিণ করেন তিনি । পরে ত্রিপুরেশ্বরী মন্দিরের পূর্ব দিকে থাকা কল্যাণ দিঘিতে গিয়ে মাছ ও কচ্ছপের উদ্দেশ্যে খাবার দেন উপরাষ্ট্রপতি । পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে ভূয়সী প্রশংসা করেন উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনকর। উপরাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে গোটা উদয়পুর সহ ত্রিপুরেশ্বরী মন্দির এলাকা ও মন্দির চত্বরে ব্যাপক নিরাপত্তা বলয়ে মোড়ে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।

You may also like

Leave a Comment