প্রতিনিধি খোয়াই ২৯ নভেম্বর :- মঙ্গলবার খোয়াই ব্লকের অন্তর্গত উত্তর চেবরী বিদ্যালয় প্রাঙ্গণে এক লক্ষ টাকা ব্যায়ে নব নির্মিত অঙ্গনওয়ারী সেন্টারের উদ্বোধন হয় এক আনুষ্ঠানিক কর্মসূচীর মধ্যেদিয়ে । ফিতা কেটে অঙ্গনওয়ারী সেন্টারের উদ্বোধন করেন কেন্দ্র সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার, পাশাপাশী এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক ডি কে চাকমা জেলা সভাধিপতি জয় দেব দেববর্মা বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন ছোট বাচ্চারাই দেশের ভবিষ্যৎ,তারাই আগামীদিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে । তিনি আরও বলেন বাচ্চাদের প্রথম শিক্ষা শুরু হয় অঙ্গনওয়ারী সেন্টার থেকে , এই অঙ্গনওয়ারী সেন্টার থেকে শিক্ষা গ্রহণের পরই ধীরে ধীরে অগ্রসর হয় বাচ্চারা ফলে শিক্ষা ক্ষেত্রে অঙ্গনওয়ারী সেন্টারের ভূমিকা অতুলনীয় । পাশাপাশী অঙ্গনওয়ারী সেন্টার থেকে যেমন শিক্ষা প্রদান করা হয় বাচ্চাদের সুস্বাস্থের জন্য পুষ্টিকর খাবার ও প্রদান করা হয় । শুধু তাই নয় বাচ্চাদের পাশাপাশী গর্ভবতী মায়েদেরও পুষ্ঠিকর খাবার প্রদান করা হয় অঙ্গনওয়ারী সেন্টারের মাধ্যমে ।
খোয়াই ব্লকের অন্তর্গত উত্তর চেবরী বিদ্যালয় প্রাঙ্গণে এক লক্ষ টাকা ব্যায়ে নব নির্মিত অঙ্গনওয়ারী সেন্টারের উদ্বোধন হয়
by admin
written by admin
115