Home » কালী পূজাকে কেন্দ্র করে কৈলাসহর থানায় বর্ণাঢ্য আয়োজন

কালী পূজাকে কেন্দ্র করে কৈলাসহর থানায় বর্ণাঢ্য আয়োজন

by admin

 প্রতিনিধি কৈলাসহর:-১৯৪৪ সালের ২৫শে অক্টোবর থেকে শুরু হওয়া কৈলাসহর থানা এবছর ৮০ তম বর্ষ উদযাপন করছে ।স্থাপিত কালী মন্দিরেই হবে শ্যামা পূজা।৮০ তম বর্ষ উদযাপনকে কেন্দ্র করে ২৭শে অক্টোবর বসে আঁকো প্রতিযোগিতা ও ২৮শে অক্টোবর রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে।বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় একশত ছাত্র ছাত্রী এবং রক্তদান শিবিরে ৩৭ জন রক্তদাতা রক্ত দান করেছেন।পূজোর দিন মহা প্রসাদ বিতরণ ছাড়াও রয়েছে স্থানীয় শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান।
মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এক সাক্ষাৎকারে বলেন প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।যেখানে পুলিশ,টিএসআর,স্থানীয় জনসাধারণ কৈলাসহর প্রেস ক্লাব ও কৈলাসহর ব্লাড ডোনার্স এসোসিয়েশন রক্তদানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।আলোর এই উৎসবে সকলের মঙ্গল কামনা করেন তিনি।৩০শে অক্টোবর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে জুনিয়র এবং সিনিয়র গ্রুপের মধ্যে দাবা প্রতিযোগিতা।৩১শে অক্টোবর কালী পূজার রাতে শ্যামাসঙ্গীত এবং বাউল গানের অনুষ্ঠান থাকবে।১লা নভেম্বর যোগা,নাটক, নৃত্যানুষ্ঠান,পুরস্কার বিতরণী সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে থানা প্রাঙ্গনে।এছাড়াও কৈলাসহর পুরাতন কালিবাড়ি,নতুন কালিবাড়ি,পানিচৌকি বাজারের দুর্গা মন্ডপ, কালীশাসন ভবতারিণী মন্দির,ছিন্নমস্তা কালী বাড়ি সহ বিভিন্ন ছোট ছোট ক্লাব ও পূজা কমিটি গুলো কালী পূজার আয়োজন করেছে। সব মিলিয়ে কৈলাসহরে শ্যামা বন্দনার আয়োজন সবাইকেই কাছে টানবে। আজকের এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভি ডার্লং,মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ওসি সুকান্ত সেন চৌধুরী এবং এসিডিয়ার উৎপলেন্দু দেবনাথ সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment