প্রতিনিধি, উদয়পুর :-বিধ্বংসী আগুনের হাত থেকে অল্পতে রক্ষা পেল উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল । রবিবার দুপুরে গাছের পাতায় আগুন ধরিয়ে দেয় কে বা কাহারা । এই ঘটনা দেখতে পেয়ে হাসপাতালে আশপাশে থাকা সাধারণ জনগণ তড়িঘড়ি ফোন করে উদয়পুর দমকল দপ্তরে । অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকলের একটি বড় ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে আগুন নিয়ন্ত্রণের জন্য । আগুনের অগ্নিশিখা এতটাই বেশি ছিল যে পরবর্তী সময় দমকলের আরো একটি বড় ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে । দীর্ঘ আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে সরকারি কোর্য়াটার সংলগ্ন গাছের পাতার আগুন । কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা বোঝতে পারছে না দমকল বাহিনী । মুহূর্তের মধ্যে দুইটি দমকলের ইঞ্জিনের সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে উদয়পুর মহকুমা হাসপাতাল চৌহমুনী বাজারে ।
147
previous post