প্রতিনিধি , উদয়পুর :-
আগামী ১৯শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ । লোকসভা ভোটকে সামনে রেখে প্রচারে খামতি রাখতে নারাজ ত্রিপুরার শাসকদল বিজেপি । বিরোধীদের কে পেছনে ফেলে প্রচারে তেজি নিয়ে এসেছে শাসক দল । বৃহস্পতিবার সকালে ৩১ রাধা কিশোরপুর বিধানসভার অন্তর্গত ৪১ নং বুথে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে বের হয় এসসি মোর্চার নেতৃত্বরা । এদিন দলীয় নির্বাচনী প্রচারে অংশ নেন আর কে পুর মন্ডলের এসসি মোর্চার সহ-সভাপতি দীপক দাস , মন্ডল সদস্য হারাধন দে ও আর কে পুর মন্ডলের সাধারণ সম্পাদক দেবাশীষ রায় বর্মন সহ প্রমূখ । এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এসসি মোর্চার নেতৃত্বরা বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয়ে ব্যাপক সাড়া ফেলে দেয় । পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্বরা বলেন , আগামী ১৯ শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কে বিপুল ভোটে জয়ী করতে হবে । তাই ৪১নং বুথে প্রতিটি বাড়ির নাগরিকের কাছে এবং সমস্ত অংশের ভোটারদের কাছে রাজ্যের উন্নয়নকে তুলে ধরা হচ্ছে। এলাকায় যে সকল নাগরিকরা সরকারি সুযোগ-সুবিধা পেয়েছে তারও প্রচার করা হচ্ছে । পাশাপাশি সংখ্যালঘুদের জন্য রাজ্য কেন্দ্রীয় সরকার যে সকল প্রকল্প চালু করেছে সেই সকল বিষয়গুলি নিয়েও ছোট ছোট উঠানসভা করা হচ্ছে এসসি মোর্চার উদ্যোগে ।
দলীয়ভাবে প্রচারে জোর লড়াই চলছে । শুধু এলাকাভিত্তিক নয়, এই ছাড়াও বর্তমানে ইন্টারনেট যুগে বিভিন্ন সামাজিক মাধ্যমে এলাকার উন্নয়ন ও প্রচার তুলে ধরা হচ্ছে। প্রতিদিন এসসি মোর্চার উদ্যোগে স্লোগান থেকে শুরু করে সকালে প্রাত: ভবনে বের হয়েও দলীয় প্রচারে তেজি নিয়ে আসা হয়েছে । উন্নয়নের মধ্য দিয়ে এলাকার বিরোধীদেরকে যোগ্য জবাব দিতে হচ্ছে । তাই আজ থেকে প্রতিদিন প্রতিটি বুথের দলীয় কার্যালয়ে সমস্ত অংশের কর্মীরা দলীয় কাজকর্ম এলাকার নির্বাচনী বুথ থেকে পরিচালনা করছে বলে নেতৃত্বরা জানান । এদিন বিজেপির এসসি মোর্চার নেতৃত্বরা রাজারবাগ এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে যেভাবে সারা ফেলে দিয়েছে এবং একই সাথে নতুন ভোটারদের কাছেও যেভাবে বার্তা পৌঁছে দিয়েছে তা আগামী ১৯ এপ্রিল লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে বলে আসা ব্যক্ত করেন এসসি মোর্চার দলীয় নেতৃত্বরা ।