Home » রাঙ্গামোড়ায় ১০২ জন ভোটার সিপিআইএম থেকে বিজেপিতে

রাঙ্গামোড়ায় ১০২ জন ভোটার সিপিআইএম থেকে বিজেপিতে

রাঙ্গামোড়ায় ১০২ জন ভোটার সিপিআইএম থেকে বিজেপিতে

by admin

প্রতিনিধি মোহনপুর:-বিজেপি মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে রাঙ্গামোড়ায় এক যোগদান সভাতে ১০২ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নিলেন মন্ত্রী রতন লাল নাথ।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সমস্ত অংশে বিজেপি দলে যোগদান কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই মধ্যে সাম্প্রতিক কালে মোহনপুর বিধানসভা এলাকাতে বেশ কয়েকটি যোগদান সভা সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার এই যোগদান সভাতে উপস্থিত থেকে মন্ত্রী রতন লাল নাথ বলেন দেশের প্রধানমন্ত্রী মানুষের স্বার্থে যেভাবে কাজ করছেন তা স্বাধীন ভারতের ইতিহাসের কখনোই হয়নি। পাশাপাশি গোটা রাজ্যে মানুষের কল্যাণে সরকার একের পর এক জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়িত করেছে। এই উন্নয়নের গতিকে জারি রাখতে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করানোর আহ্বান করলেন মন্ত্রী রতন লাল নাথ।

You may also like

Leave a Comment