ধর্মনগর প্রতিনিধি।
ছামনু কেন্দ্রে তিপ্রামথা দলে ভাঙ্গন অব্যাহত। আবারও ৩৪ পরিবারের ৭৭ জন ভোটার আনারস ছেড়ে পদ্ম শিবিরে।
বিস্তারিত খবরে জানা যায় লংতরাইভ্যালী মহকুমার ছামনু ধন্যরাম চৌধুরী পাড়ার ৬৩ নং বুথে বিজেপির এক সভার আয়োজন করা হয়। সেখানে তিপ্রামথা দল ছেড়ে ৩৪ পরিবারে ৭৭জন ভোটার গেরুয়া শিবিরে সামিল হয়। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বিজেপিতে বরন করেন স্হানীয় বিধায়ক শম্ভুলাল চাকমা। বক্তব্য রাখতে গিয়ে শম্ভুলাল চাকমা বলেন রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাজ্যের মানুষের স্বার্থে কাজ করে চলছে । জনজাতিদের উন্নয়নও একমাত্র মোদি সরকারের আমলেই সম্ভব। ত্রিপুরায় যে দলগুলো নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিভাজনের রাজনীতি করে তাদের দ্বারা জনকল্যাণমূলক কোনো কাজ সম্ভব নয়। তাই জনজাতিরাও বুঝে গেছে উন্নয়নের দ্বারা কি অব্যাহত রাখতে বিজেপি দল কি মজবুত করতে হবে।
ছামনু কেন্দ্রে তিপ্রামথা দলে ভাঙ্গন অব্যাহত। আবারও ৩৪ পরিবারের ৭৭ জন ভোটার আনারস ছেড়ে পদ্ম শিবিরে।
184