ধর্মনগর প্রতিনিধি।
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক ব্যক্তির একটি যাত্রীবাহী অটো পাশাপাশি ওই ব্যক্তির ঘরের ভিতরে থাকা একটি ট্যাংকের ভিতরের সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে ফেলার পাশাপাশি টাংকের ভিতরে থাকা নগদ অর্থ সহ সোনা ও রুপার অলংকার চুরি করে নিয়ে যায় কে বা কারা। ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল রাত আনুমানিক তিনটা নাগাদ কদমতলা কুর্তি বিধানসভার কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর ৬ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা প্রতিদিনের মতো নিজের বাড়ির উঠানে থাকা নিজের যাত্রীবাহী অটো রেখে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গতকাল রাত অনুমানিক তিনটা নাগাদ হঠাৎ এক বিকট শব্দের আওয়াজ পেয়ে ঘর থেকে বেড়িয়ে এসে দেখতে পান উঠানে থাকা উনার TR02A2993 নম্বরের পিয়াগো কোম্পানির যাত্রীবাহী অটোতে দাউ দাউ করে আগুন জ্বলছে উনার চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন জড়ো হন। সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ততক্ষণে যাত্রীবাহী অটোটি প্রায় ৭০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে পুনরায় গড়ে ঘুমানোর উদ্দেশ্যে যাওয়ার পথে দেখতে পান উনার রান্না ঘরের দরজা ভাঙ্গা এই ঘটনা প্রত্যক্ষ করে দেখতে পান রান্না ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের ভিতরে থাকা একটি একটি টাংক ঘরের ভিতরে নেই। পরবর্তীতে দেখতে পান উনার ঘর থেকে কিছু দূরে কিছু জ্বলছে দেখে এগিয়ে গিয়ে দেখতে পান টাংকের থাকা উনার এবং উনার পরিবারের সকলের সমস্ত ডকুমেন্ট পুড়ে ছাই। পাশাপাশি ভিতরে থাকা নগদ ৩২৫০০ টাকা সহ সোনা ও রুপার অলংকার নেই কে বা কারা চুরি করে নিয়ে গেছে। গোটা ঘটনা কদমতলা থানার পুলিশকে জানালে আজ সকাল বেলা কদমতলা থানা থেকে ছুটে যায় পুলিশ সমস্ত ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকের কাছ থেকে বয়ান লিপিবদ্ধ করে। তাছাড়া আজ বেলা বারোটা নাগাদ ইকবাল আহমেদ পিতা মৃত মতিউর রহমান কদমতলা থানায় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার পাওয়ার আশায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ এই ঘটনার রহস্য উন্মোচন করতে পাশাপাশি ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের ধরতে কতটুকু সক্ষম হয়।
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক ব্যক্তির একটি যাত্রীবাহী অটো
135
previous post