প্রথমবারের মতো বক্সনগরে পদ্মফুল ফোটাতে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে বিজেপি। উন্নয়নই বিজেপির পুঁজি। উন্নয়নকে পুঁজি করে জন সম্পর্কের মাধ্যমে জন সমর্থন আদায় করে জয় সুনিশ্চিত করতে চায় বিজেপি। রবিবার বক্সনগরে কার্যত প্রচারে ঝড় তুলেছে বিজেপি। এদিন মাণিক্যনগর কমিউনিটি হলে কর্মচারী সঙ্ঘের আহবানে সাড়া জাগানো সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনকে জয়ী করার লক্ষ্যে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন সিপিএম দল এতোদিন মিথ্যা অপপ্রচার করে, সন্ত্রাসে ভর করে বক্সনগরে জয়ী হয়েছে। এবার আর এই সুযোগ পাবেনা। আপনারা তফাজ্জল হোসেনকে কাজ করার সুযোগ দিন। বক্সনগরের সার্বিক উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দিন। এছাড়া বক্তব্য রাখেন মন্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা, প্রার্থী তফাজ্জল হোসেন। এছাড়া এদিন বক্সনগর বিধানসভার ৫১ টি বুথে একযোগে জনসম্পর্ক করে বিজেপির কার্যকর্তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত শোনার পর মাঠে নেমে পড়ে কার্যকর্তারা। বৃষ্টিস্নাত দিনেও কার্যকর্তাদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলো জনতার দুয়ারে প্রচার করে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহবান জানান বিজেপির মন্ত্রী বিধায়ক নেতা কার্যকর্তারা। বুথে বুথে জনসম্পর্ক অভিযানে অংশ নেন অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, আগরতলার মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দত্ত রায় প্রমুখ। এদিন ৩৮ নং বুথে উঠোন সভায় বক্তব্য রাখেন মন্ত্রী টিংকু রায়, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। উঠোন সভা কার্যত জনসভার রূপ নেয়। এদিন বক্সনগর বিধানসভার অন্তর্গত সোনামুড়া নগর পঞ্চায়েতের ৯ নং ওয়ার্ডে ৪৩ জন সিপিএম সমর্থক বিজেপিতে যোগ দেন। তাদের বরণ করেন বিজেপির প্রার্থী তফাজ্জল হোসেন, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া। এছাড়া ৪ নং বুথে ৮ জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। এদিন প্রয়াত প্রাক্তন মন্ত্রী আরবের রহমানের পরিবারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মন্ত্রী টিংকু রায় এবং শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকাশমুখী কাজে খুশি এই পরিবার। তাছাড়া ৪৬ নং বুথে স্বনির্ভর গোষ্ঠীর বৈঠকে দারুণ সাড়া পরিলক্ষিত হয়।
108
previous post