প্রতিনিধি, বিশালগড়, ।। ধনপুরের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে প্রচার আরও তেজি হয়েছে। প্রতি বুথে বিজেপির জয় সুনিশ্চিত করতে নাওয়া খাওয়া ছেড়ে ময়দান চষে বেড়াচ্ছে কার্যকর্তারা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং মন্ত্রী রতনলাল নাথ ঘাঁটি গেঁড়ে নির্বাচনী প্রচার পরিচালনা করেছেন। মন্ত্রী বিকাশ দেববর্মা জনজাতি বুথে প্রচার চালাচ্ছেন। গত নির্বাচনে ধনপুরের একাংশ ভোটারদের বিভ্রান্ত করেছিলো আইয়া পরতাছি গ্যাং। এবার তারাও সামিল হচ্ছে উন্নয়নের শিবিরে। এবার জয়ের ব্যবধান বাড়াতে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে বিশালগড় জয় করে তাক লাগিয়েছিলেন তরুণ বিধায়ক সুশান্ত দেব। শনিবার থেকে তিনি ধনপুরে প্রচারে ঝড় তুলেছেন। বুথ বিজয়ের কৌশল জানা রয়েছে তাঁর। কার্যকর্তাদের মনোবল চাঙ্গা করে বুথ বিজয়ের লক্ষ্যে মিছিল মিটিং শুরু করেছেন। সেই সঙ্গে সিপিএম ছাড়ার হিড়িক লেগেছে। রবিবার ১ নং বুথে বিজেপিতে যোগ দেন দীর্ঘদিনের সিপিএম সমর্থিত ১৯ টি পরিবার। তাদের বরণ করেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া ২ নং বুথে উঠোন সভায় বক্তব্য রাখেন তিনি। উঠোন সভায় ছিল উপচে পড়া ভিড়। তাছাড়া সন্ধ্যা রাতে ১০ নং বুথে স্কোয়ার্ডিং করে বিজেপি কার্যকর্তারা। ছিলেন বিধায়ক সুশান্ত দেব।
171