Home » মজদুর সংঘের ডেপুটেশন প্রদান

মজদুর সংঘের ডেপুটেশন প্রদান

by admin

প্রতিনিধি কৈলাসহর:-সারা দেশের সাথে সঙ্গতি রেখে আজ সকাল ১১টায় ভারতীয় মজদুর সংঘ ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসকের মাধ্যমে ৪ দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করা হয়। জেলাশাসক না থাকার কারণে অতিরিক্ত জেলাশাসকের নিকট আজকের এই ডেপুটেশন প্রদান করা হয়েছে।ডেপুটেশন প্রদান করার পূর্বে গৌরনগর এলাকায় এক সুবিশাল রেলি অনুষ্ঠিত হয়।দাবিগুলের মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান করা এবং অস্থায়ী শ্রমিকদের নিয়মিত করা সহ চার দফা দাবিতে আজকের এই ডেপুটেশন প্রদান করা হয়। আজকের এই ডেপুটেশন প্রদানে ভারতীয় মজদুর সংঘের সমস্ত শাখা সংগঠনের কার্যকরতারা উপস্থিত ছিলেন।এই ডেপুটেশনে নেতৃত্ব দেন ভারতীয় মজদুর সংঘের ঊনকোটি জেলা কমিটির সভাপতি পল্লব দেবনাথ,ভারতীয় মজদুর সংঘের ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ মালাকার,গণেশ দেব থেকে শুরু করে আরও অনেকে।

You may also like

Leave a Comment