Home » আর কে পুরে পরিবহন মন্ত্রী হাত ধরে বিজেপিতে যোগদান বহু পরিবারের ।

আর কে পুরে পরিবহন মন্ত্রী হাত ধরে বিজেপিতে যোগদান বহু পরিবারের ।

by admin

উদয়পুর প্রতিনিধি

প্রতিদিন রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটাররা যোগ দিচ্ছে শাসক দলে । এই ধরনের যোগদান সভা প্রতিদিন সংঘটিত করে যাচ্ছে শাসকদল বিজেপি । রাজারবাগ এলাকায় ৩৯ নং বুথে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় । যোগদান সভায় উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ও পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় , ৩১ আরকেপুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস, ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে যুব মোর্চার নেতৃত্বরা । যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষি মন্ত্রী বলেন , ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দল বসে নেই । রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড ঘরে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে । সেই উন্নয়নকে হাতিয়ার করেই শাসক দল প্রচারে বর্তমানে এগিয়ে রয়েছে । আজকের দিনে দাড়িয়ে বিরোধী রাজনৈতিক দল ত্যাগ করে ভোটাররা উন্নয়নের পথে সামিল হচ্ছে প্রতিদিন। তাই আজ রাজারবাগ এলাকায় ৪৬ টি পরিবারের ১৫৯ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। তাদেরকে দলে বরণ করে নেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । এদিনের যোগদান সভাকে কেন্দ্র করে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল রাজারবাগ এলাকায় সাড়া জাগানো

You may also like

Leave a Comment