প্রচন্ড রোদ্রের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল রামচন্দ্রঘাট স্থিত জওহর নবোদয় বিদ্যালয় কর্তৃপক্ষ। মেয়েদের জন্য ৬০০ মিটার এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা সহ অন্যান্য খেলার আয়োজন ছিল এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। দেখা গেছে দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হবার কিছুক্ষণ পরেই একের পর এক ছাত্রী মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। দেখতে দেখতে সেই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে 12 জনে এসে দাঁড়ায়। তখন তৈরি করে বিদ্যালয় কর্তৃপক্ষ দুটো গাড়িতে করে অসুস্থ মেয়েদের জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্মরত চিকিৎসক প্রত্যেক ছাত্রীকে হাসপাতালে ভর্তি করান জরুরি অবস্থায়। এই সংবাদ পাওয়ার পরেই ছাত্রীদের অভিভাবকরা ছুটে আসে হাসপাতালে। ঠিক কি কারনে একসঙ্গে এতগুলো ছাত্রী অসুস্থ হয়ে পড়ল সে বিষয়ে মুখ খুলতে চাইছেন না নবোদয় বিদ্যালয়ের একাধিক শিক্ষিকারা। শুরুতে নবোদায়ের শিক্ষিকারা সংবাদ মাধ্যমকে ছবি তুলতে বাধা দান করেন। পরবর্তীতে ছাত্রী সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার পর ওই শিক্ষিকারা হাসপাতাল চত্বর থেকে সরে যান। অসুস্থ ছাত্রীরা অভিযোগ করেন দৌড় প্রতিযোগিতা শুরু হবার পর তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এমনকি প্রচন্ড রোদের মধ্যে ছাত্রীরা অস্বস্তি বোধ করলেও তাদেরকে একপ্রকার জোর করেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলানো হয়। বেলা তিনটে অবধি মোট ১৪ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।
131