শান্তির বাজার প্রতিনিধি :শুক্রবার জোলাইবাড়ী কমিউনিটিহলে লংতরাই গুড়া মশলার উদ্দ্যোগে দক্ষিন জেলার সমস্ত রিটেলারদের নিয়ে অনুষ্ঠীত করাহয় রিটেলার মিট ২০২৫ । প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে আজকের অনুষ্ঠানের শুভসূচনা করেন জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিতছিলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েতসমিতির চেয়ারম্যান তাপস দত্ত, লংতরাই গুড়া মশলা কোম্পানির কর্নধার রতন দেবনাথ, কোম্পানির জেনারেলম্যনেজার সুব্রত দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তবরাখতেগিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ে লংতরাই গুড়া মশলার কর্নধারকে এইধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে বিশেষ ধন্যবাদজানান। মন্ত্রী উনার বক্তব্যরাখতেগিয়ে জানান কোম্পানির কর্নধারের সঙ্গে কথা বলে জানতেপারেন গুড়া মশলা উৎপাদনেরজন্য বিভিন্ন সামগ্রীগুলি বহিঃ রাজ্য থেকে নিয়েআসতেহয়। এই সামগ্রীগুলি যদি রাজ্যে উৎপাদন করাহয় তাহলে কৃষকদের আয় দ্বীগুনকরাসম্ভব হবে। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান রাজ্যের কৃষি মন্ত্রীর সঙ্গে কথাবলবেন যাতেকরে গুড়া মশলার সামগ্রীগুলি রাজ্যে উৎপাদন করাযায়। রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকার চাইছে লোকাল ফর ভোকাল। এই লোকাল ফর ভোকালে লংতরাই গুড়া মশলার গুরত্ব রয়েছে বলে জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। লংতরাই গুড়া মশলার কোম্পানি থাকাতে অনেক বেকার যুবক যুবতিদের কর্মসংস্থান হয়েছে বলে জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে লাকী ড্র কোপনের খেলা অনুষ্ঠীত হয়। এই খেলায় জয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা। আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান লংতরাইগুড়া মশলার কোম্পানির কর্নধার রতন দেবনাথ।
237