Home » সিপাহীজলায় ফাইনালে উদয়পুর

সিপাহীজলায় ফাইনালে উদয়পুর

by admin

 ২৭ নভেম্বর।। সিপাহীজলা প্লে সেন্টার আয়োজিত নরেশ চন্দ্র দাস স্মৃতি অনুর্দ্ধ ১৩ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম শতরান করেন উদয়পুরের শ্রীমান দেবনাথ। বুধবার বিশালগড় রাইজিং স্টারকে হারিয়ে ফাইনালে চলে গেলো উদয়পুর কেবিআই। সেমিফাইনালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করে উদয়পুর । দলের পক্ষে শ্রীমান দেবনাথ ১১৭ রান করে। বীপ্রজিৎ দাস ২৮ রান করে। রাইজিং স্টারের ঈশান দাস ২ টি উইকেট পায়।
জবাবে খেলতে নেমে রাইজিং স্টারের ছেলেরা ৩০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১২১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সমরজিৎ ৩৬ রান করে। রাইজিং এর সুরজিৎ এবং রিয়ান দু’টি করে উইকেট পায়। ম্যান অব দি ম্যাচ হয় উদয়পুরের শ্রীমান দেবনাথ ।

You may also like

Leave a Comment