প্রতিনিধি, উদয়পুর : – ভারতীয় জনতা পার্টির সংগঠনের শক্তি বৃদ্ধির লক্ষ্যে সারা রাজ্যের সাথে উদয়পুরেও শুরু হয়েছে জোর কদমে সদস্যতা অভিযান কর্মসূচি । প্রতিদিন দলের বিভিন্ন ছোট বড় সকল স্তরের নেতৃত্বরা বিভিন্ন বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে মোবাইল অ্যাপের মধ্য দিয়ে সদস্যতা অভিযানে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেন । উল্লেখ্য যে , ভারতীয় জনতা পার্টির সংবিধান অনুযায়ী প্রতি ছয় বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় বিজেপির সদস্য পদ অভিযান , এই অভিযানে বর্তমান সদস্যপদ গুলো পুনঃ নবীকরণ করা সহ নতুন সদস্যদের তালিকাভুক্ত করা হয় । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও রাষ্ট্রীয় সভাপতি সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে । এই ” সদস্যতা অভিযান -২০২৪ ” কার্যক্রমকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি উদয়পুর জেলা কার্যালয়ে প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার উপস্থিতিতে জেলার সকল বিধায়কগণ , জেলার সমস্ত মন্ডল সভাপতিগণ এবং জেলার অন্তর্গত প্রত্যেকটি মন্ডলের সদস্যতা অভিযানের কনভেনার , কো-কনভেনারগণ সহ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ছিলেন বিজেপি গোমতির জেলা সভাপতি অভিষেক দেবরায় ।
153
previous post