Home » সাব্রুমের মৃত বিল্টুর বাড়িতে গেলেন ত্রিপুরার বিরোধী দলনেতা

সাব্রুমের মৃত বিল্টুর বাড়িতে গেলেন ত্রিপুরার বিরোধী দলনেতা

by admin

নিজস্ব প্রতিনিধি , সাব্রুম :- ২৩মে বৃহস্পতিবার রাতে হালকা বাতাসে ঝুলে পড়া বিদ্যুৎ পরিবাহী তারে প্রান গেল সাব্রুম নগর পঞ্চায়েতের ০৬-নং ওয়ার্ডের আনন্দ পাড়ার ৩২ বছরের যুবক পূর্ণেন্দু বিকাশ দত্ত ওরফে বিল্টু। আনন্দ পাড়ার বাসিন্দার শিবু রঞ্জন দত্তের একমাত্র ছেলে মৃত পূর্ণেন্দু বিকাশ দও ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভেহিক্যালস ইনস্পেক্টর এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পদে আগরতলা গুর্খাবস্তি রাজ্য সদর দপ্তরে কাজ করতো। বুদ্ধ পুর্নিমার ছুটিতে বাড়ি এসেছিল। রাতে সাব্রুম বাজার থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎকৃষ্ট হয়ে মারা যায়। আজ রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মৃত পূর্ণেন্দু বিকাশ দত্তের বাড়িতে যান এবং কথা বলেন মৃত পূর্ণেন্দু বিকাশ দত্ত এর পরিবারের সাথে, এছাড়াও সাথে ছিলেন সিপিআইএম দলের সাবরুম মহকুমা কমিটির অন্যান্য নেতৃত্বরা। 

You may also like

Leave a Comment