Home » তেলিয়ামুড়ায় বিধায়িকার নেতৃত্বে চলছে বুথে বুথে জনসম্পর্ক কর্মসূচি

তেলিয়ামুড়ায় বিধায়িকার নেতৃত্বে চলছে বুথে বুথে জনসম্পর্ক কর্মসূচি

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া,২৭জুন.২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মাঠে নেমে পড়েছে। আজ মধ্যপ্রদেশে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি সারা ভারতবর্ষের থেকে নির্বাচিত কার্যকর্তাদের নিয়ে,মেরা বুধ সবচেয়ে মজবুত – এই কর্মসূচিকে সামনে রেখে বক্তব্য রাখেন. সারা ভারতবর্ষের বিজেপি কার্যকর্তাদের সাথে সাথে আজ তেলিয়ামুড়াতেও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মোদিজীর বক্তব্য শোনেন। তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত অশ্বিনী ঘোষ স্মৃতি কমিউনিটি হলে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় মন্ডল এবং বুথের কার্যকর্তাদের সাথে নিয়ে মেরা বুথ সবচেয়ে মজবুত কর্মসূচিতে মোদিজীর বক্তব্য শোনেন.
এদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির গত ৯ বছরের কার্যকালের সময়ে দেশের যে প্রভূত উন্নয়ন হয়েছে, সেই দিকগুলি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার জন্য সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে ও চলছে বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি. রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধানিকা কল্যাণী রায় মন্ডলের নেতৃত্ব বিভিন্ন বুথ শক্তি কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে গত কয়দিন ধরেই বাড়ি বাড়ি জনসম্পর্ক গড়ে তুলছেন। এব্যাপারে মুখ্য সচেতক তথা এলাকার বিধায়িকা কল্যাণী রায় বলেন, গত নয় বছরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ভারত বর্ষকে অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক, বৈদেশিক নীতি সব ক্ষেত্রেই বিশ্বে উদাহরণ তৈরি করেছেন. এক কথায় বলা যায় গত নয় বছর বেমিসাল। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সাথে নিয়ে বুথে বুথে জন সম্পর্কের মাধ্যমে সাধারণ মানুষের জন্য আরো কি কি করা যায় তা আমরা জেনে নিচ্ছি. আগামী দিনে যে সমস্ত কাজ এখনো করে হয়ে ওঠেনি সেগুলি আমরা করার আপনার চেষ্টা করব.

You may also like

Leave a Comment