প্রতিনিধি, উদয়পুর :-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সময়কাল নয় বছর পূর্ণ হওয়ার কারণে গোটা ভারতবর্ষের সাথে উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি ত্রিপুরায় একমাস ব্যাপী চলছে বিভিন্ন দলীয় কর্মসূচি । তারই অঙ্গ হিসাবে সম্পর্ক থেকে সমর্থন কর্মসূচির মাধ্যমে আরকেপুর মন্ডলের অন্তর্গত জামজুরি পঞ্চায়েতে গ্রামীন এলাকার সাধারণ মানুষের সাথে জন সম্পর্ক অভিযানে নামেন ৩১ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জনসম্পর্ক অভিযানে এদিন যুবক থেকে বৃদ্ধ সকলের সাথে মতবিনিময় করেন অর্থমন্ত্রী । পরে জন সম্পর্ক অভিযানে বের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন , উত্তর-পূর্ব রাজ্যগুলিতে এক ঐতিহাসিক উন্নয়ন হয়েছে বর্তমান নরেন্দ্র মোদী সরকারের আমলে । তিনি বলেন উত্তর-পূর্ব রাজ্যগুলিতে জঙ্গি ঘটনা ৭৬ শতাংশ হ্রাস পেয়েছে । আসামের দীর্ঘতম বগিবিল সেতু নির্মাণ এবং সুবন সিরি লোয়ারে ২০০০ মেগা ওয়ার্ড জলবিদ্যুৎ প্রকল্প করা হয়েছে । সেই সাথে আসাম শান্তি চুক্তি এবং বোড়ো, নাগা ,কারভি, শান্তি চুক্তি উত্তর- পূর্বে শান্তি প্রতিষ্ঠা করেছে । জাতীয় মহাসড়ক নির্মাণের গতি প্রতিদিন ১২ কিমি থেকে ২০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতিদিন ৩৭ কিমি হয়েছে । একই সাথে বিশ্বমানের বন্দেভারত ট্রেন চালু হয়েছে, আগামী দিনে মোট ৪০০ টি তৈরি হবে । এছাড়া মন্ত্রী আরো বলেন, আরকে পুর বিধানসভা কেন্দ্রে এক অভূতপূর্ব উন্নয়ন করা সম্ভব হয়েছে একমাত্র কেন্দ্রে মোদি সরকার থাকার কারণে । তিনি বলেন উদয়পুর জগন্নাথ দিঘীকে পর্যটন ক্ষেত্র উন্নয়ন এবং মাতাবাড়ীকে বিশ্ব পর্যটন মানচিত্রে স্থান দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। মহাদেব দীঘির উন্নয়নের জন্য ১১ কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে । এই মহকুমাতে রোপওয়ে তৈরি করার জন্য কেন্দ্রীয় মঞ্জুরি পাওয়া গিয়েছে । পৌর এলাকাসহ এই বিধানসভার মধ্যে বিভিন্ন স্থানে ছয়টি যাত্রী শেড নির্মাণসহ বহু সিসি রোড ড্রেনই ও দশটি পানীয় জলের ট্যাংক ও পাঁচটি পাকা ঘাট তৈরি করার জন্য এক কোটি ৭০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে । তাছাড়া রাজারবাগ বাস স্ট্যান্ডকে উন্নত বাস পোর্টে উন্নীত করার ১০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে । এছাড়া কেন্দ্রীয় প্রকল্পে অতি শীঘ্র গোমতী নদীতে জাহাজ চলাচলের ব্যবস্থা করে গোমতি ব্রিজের কাছে একটি জাহাজ ঘাটি তৈরি করা হবে এতে জল পথে উদয়পুরের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে যোগাযোগের সুবিধা হবে ইতিমধ্যে উদয়পুরের সাথে দক্ষিণ ত্রিপুরাসহ ভারতের বহু স্থানে রেলপথে যোগাযোগের সুব্যবস্থা চালু হয়েছে । এছাড়া অর্থমন্ত্রী বলেন , ভারতীয় জনতা পার্টির পূর্ব ঘোষণা অনুযায়ী উদয়পুরের বনদুয়ারে একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য কেন্দ্রীয় অনুমোদন পাওয়া গিয়েছে এবং অতি শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে । তিনি আরো বলেন, জামজুরি গ্রাম পঞ্চায়েত কে আদর্শ গ্রামে রূপান্তরিত করা হয়েছে। এ জামজুরি গ্রাম পঞ্চায়েতের অধীন দশটি সিসি রোড ২৮ টি ইট সলিং রাস্তা এবং ১৩৩৬ টি নতুন জলের কানেকশন দেওয়া হয়েছে। তাছাড়া ২৩৩ টি উজ্জ্বলা গ্যাস এবং ২৬২টি পরিবারকে পিএম কিষান দেওয়া হয়েছে। তার মধ্যে সবথেকে বড় উল্লেখযোগ্য হলো স্ব-সহায়ক দলের মহিলাদের সহ স্বরোজগারী করার জন্য একটি বাজার শেড তৈরি করা হয়েছে এলাকায় । এদিনের জনসম্পর্ক অভিযানে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।