Home » বক্সনগরে বাম নেতানেত্রী সহ ৪৭ ভোটার বিজেপিতে

বক্সনগরে বাম নেতানেত্রী সহ ৪৭ ভোটার বিজেপিতে

by admin

প্রতিনিধি, বিশালগড় ,।। বিজেপির সম্পর্ক সে সমর্থন কার্যক্রম চলছে। আগামী লোকসভা নির্বাচনে আরও বেশি মানুষের সমর্থন নিয়ে সরকার প্রতিষ্ঠা করার যাবতীয় প্রস্তুতি চলছে। মন্ত্রী বিধায়ক নেতা কার্যকর্তা সবাই নতুন করে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সরকারের নয় বছরের সেবা সুশাসন গরিব কল্যাণে গৃহীত প্রকল্প গুলো তুলে ধরছেন। এতে সরকারের প্রতি মানুষের সমর্থন বাড়ছে। সেই সঙ্গে সারা রাজ্য কার্যত দলবদলের হিড়িক লেগেছে। সোনামুড়া মহকুমার বক্সনগর বিধানসভায় সিপিএমে ধ্বস নেমেছে। বক্সনগর গ্রাম পঞ্চায়েতের ১৬নং বুথে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।
যোগদান সভায় উপস্থিত ছিলেন বক্সনগর মন্ডল সহ সভাপতি শ্যামল কান্তি দাস,বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তফাজ্জল হোসেন ও জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার সিংহ,মন্ডল প্রভারী ময়নাল হোসেন, যুব মোর্চার মন্ডল সভাপতি জিমুল হক, বুথ সভাপতি সুবাস চন্দ্র দেব প্রমুখ। সভায় সিপিএম সমর্থিত ১১ পরিবারের ৪৭ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। উপস্থিত নেতৃবৃন্দ দলীয় পতাকা দিয়ে নবাগতদের বরণ করে নেন। দল ত্যাগীদের মধ্যে সি পি আই এম এর দীর্ঘদিনের সক্রিয় কর্মীরা হলেন প্রাক্তন সিপিআইএম অঞ্চল সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান তপন বিকাশ পাল,নারী সমিতির প্রাক্তন অঞ্চল সম্পাদিকা বন্দনা দাস সরকার।এছাড়া দুই জন ব্রাঞ্চ সম্পাদক রয়েছে। দলত্যাগী সিপিএম নেতা তপন বিকাশ পাল জানান আমার বাবার খুনীদের সঙ্গে জোট করেছে সিপিএম। এই দলটি ক্ষমতা হারিয়ে আদর্শ বিসর্জন দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে। পশ্চিমবঙ্গে তৃণমূলের হাতে আক্রান্ত সিপিএম কর্মীরা। অথচ লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য একমঞ্চে উঠছে সিপিএম তৃণমূল। ত্রিপুরার ইতিহাস সবাই জানে। গত বিধানসভা নির্বাচনে শুধু ক্ষমতার লোভে নীতি আদর্শ বিসর্জন দিয়েছে সিপিএম।

You may also like

Leave a Comment