Home » তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি আরও শক্তিশালী হলো।

তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি আরও শক্তিশালী হলো।

by admin

তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে আরো শক্তিশালী হলো ভারতীয় জনতা পার্টি। আসন্ন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ায় ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই ফসল আজ ঘরে তুলল বিজেপি। আজ বিকাল থেকে সন্ধ্যা নাগাদ ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের তিনটি বুথে সিপিএমের ঘর ভাঙ্গিয়ে নিজেদের সাংগঠনিক শক্তির বৃদ্ধি করল বিজেপি। তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার সিপিএমের আঁতুড়ঘড় হিসেবে পরিচিত ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় আজ বিকাল চারটায় স্থানীয় নাট মন্দিরে ঘর ঘর বিজেপি কর্মসূচি রূপায়ণের জন্য এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিপিএমের দীর্ঘদিনের সমর্থিত 15 টি পরিবারের ৫১ জন ভোটার বিজেপি দলে সামিল হয়। দ্বিতীয় সভাটি হয় পুলিন পুরে। সেখানে ১৩ পরিবারের ৪৯ জন ভোটার সিপিএম থেকে বিজেপিতে শামিল হয়। তৃতীয় সভাটি হয় তুই ইন্দিন্দ্রাই বাড়ি গাও সভার ১৪ ঘাট এলাকাতে। সভাতে ১১ পরিবারের তেত্রিশ জন ভোটার সিপিএম থেকে বিজেপিতে যোগ দেয়। তেলিয়ামুড়া বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তিনটি সভাতেই উপস্থিত থেকে নবাগতদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানান। এছাড়াও সভা গুলিতে তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার. ভারতের জনতা পার্টি তেলিয়ামুরা মন্ডল কমিটির সভাপতি রঞ্জিত সূত্রধর সহ শক্তি কেন্দ্রে প্রমুখ বুথ সভাপতি প্রমুখড়া উপস্থিত ছিলেন। তিনটি সভাতেই নবাগতদের ভারতের জনতা পার্টি দলে স্বাগত জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় বলেন গত সাড়ে চার বছরে উন্নয়নে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের কাছে নজির সৃষ্টি করেছে। সমাজের প্রতিটি ক্ষেত্রেই বিজেপি সরকার সব কে সাথ সব কে বিকাশ লক্ষ্যে কাজ করে চলেছে। আজ যারা সিপিএম দল ত্যাগ করে বিজেপিতে সামিল হয়েছে তারা সকলেই বিজেপির কাজের নিরিখে ই দলে যোগ দিয়েছে। উন্নয়নের কর্মযজ্ঞে নিজেদের সামিল করতে

You may also like

Leave a Comment