প্রতিনিধি, বিশালগড়, ২৬ নভেম্বর।।
আজ থেকে বিজেপির সাংগঠনিক জেলা সিপাহীজলা (উত্তর) জেলায় শুরু হচ্ছে “ঘর ঘর বিজেপি” এবং বুথ বিজয় অভিযান। শনিবার বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। তিনি জানান সিপাহীজলা (উত্তর) জেলার পাঁচটি মন্ডলে রবিবার সকাল ১১ টায় এই কার্যক্রম শুরু হবে। মন্ডলের সকল বুথের কার্যকর্তা নির্ধারিত স্থানে জমায়েত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত শুনবেন। এরপর হবে পদযাত্রা এবং সমাবেশ। সমাবেশে প্রদেশ এবং জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন। সেখানেই ঘর ঘর বিজেপি বুথ বিজয় অভিযান আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। বিশালগড় মন্ডলের কার্যক্রমে উপস্থিত থাকবেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে গৌরাঙ্গ ভৌমিক জানান উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড তুলে ধরার পাশাপাশি জনসম্পর্ক স্থাপনের জন্যই এই অভিযান। সেইসঙ্গে কেউ যদি স্ব ইচ্ছায় বিজেপিতে যোগদান করতে চায় তাদের দলে বরণ করা হবে। সদস্যপদ প্রদান করা হবে। প্রতি বাড়িতে উন্নয়নমূলক কাজের চিত্র অংকন এবং স্টিকার লাগানো হবে। ঘর ঘর বিজেপি অভিযানের টিম বুথ এলাকায় ডিজিটাল ওয়াল পেইন্টিং এর জন্য স্থান এবং পথ সভার জন্য পাঁচটি করে স্থান চিহ্নিত করে রাখবে। এই অভিযানের মধ্যে দিয়ে তেইশের প্রচারাভিযান শুরু করবে বিজেপি। এবং জয় সুনিশ্চিত করে ঘরে ফিরবে কার্যকর্তারা। সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক ছাড়াও ছিলেন জেলা সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা,রাজেশ সাহা, কোষাধ্যক্ষ জয়ন্ত দাস, কাউন্সিলর রতন দেব।
113
previous post