Home » জাতীয় সড়কে পৃথক দুর্ঘটনায় জখম ৮

জাতীয় সড়কে পৃথক দুর্ঘটনায় জখম ৮

by admin

আগরতলা সাব্রুম জাতীয় সড়কে পৃথক দু’টি দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হয়েছে আট জন। শনিবার সকালে বিশালগড় থানাধীন সিপাহীজলায় দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচ জন।
শনিবার সকালে তেলিয়ামুড়া থেকে উদয়পুর মাতারবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি পরিবার। বিশালগড় সিপাহীজলা এলাকায় টিআর০৬এ০৪১৩ নম্বরের ওয়াগনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।গাড়িতে থাকা একই পরিবারের পাঁচজন গুরুতরভাবে আহত হয়।পরবর্তী সময়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত পাঁচজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতরা হলেন রঞ্জিত দাস (৩০), সুরজ দেবনাথ (২৭), মৌসুমী দাস (৩১), আবৃত্তি সাহা (১০) ও গণেশ সাহা (৩৫) । অন্যদিকে আমতলী থানাধীন
সেকেরকোটে জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত হয়েছে ৩ জন । শুক্রবার রাতে জৈনক বাইক আরোহী বিশালগড় থেকে আগরতলার যাওয়ার পথে সেকেরকোটে রাস্তায় থাকা দুইজন পথচারীকে ধাক্কা দেয়। ফলে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে পুরুষ এবং মহিলা পথচারী। এবং বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় বাইক আরোহী । পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায়।আহতদের নাম জানা যায়নি।

You may also like

Leave a Comment