অবাধ ও শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন হল অষ্টাদশ লোকসভার দ্বিতীয় পর্যায়ের উপজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ পর্ব। এই দিন উৎসবের মেজাজে খোয়াই জেলার ৩০৭ টি ভোটকেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন গণদেবতারা। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সকাল থেকে অধিকাংশ বুথে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। ভোট কেন্দ্র গুলিতে ছিল কঠুর নিরাপত্তা ব্যবস্থা। শাসকদল এবং বিরোধী দলের সমর্থকরা একই চায়ের দোকানে বসে হাসি ঠাট্টা করতে দেখা যায় এই দিন । ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের ২১ নং বুথে ভোটদানের মাধ্যমে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সিপিআইএম বিধায়ক নির্মল বিশ্বাস। ২৫ এর ২৮ নং বুথে ভোট দান করেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। ৪২ নং বুথে ভোট দান করেন বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস। ৩৭নং বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন খোয়াই এর বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অভিজিৎ দত্ত ভৌমিক এবং অনিমেষ নাগ। রাজ্য সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রের তুলা শিখর জামটিলা উচ্চতর বিদ্যালয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা বেলছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোট দান করেন। তবে ভোটের দিন সাত সকালে দুন্দুমার কান্ড ঘটে যায় ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের ১৪ নং পোলিং স্টেশনে। ভোট দান করতে গিয়ে ভীমরুলের আক্রমনে গুরুতরভাবে আহত হন বেশ কিছু ভোটার। এদের মধ্যে ৮ জনকে উদ্ধার করে খোয়াই দমকল বাহিনীর কর্মীরা নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন খোয়াই জেলা হাসপাতালে। উক্ত ঘটনা ব্যতীত খোয়াই জেলার সার্বিক নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। তবে দুপুরের পর তীব্র দাবদাহের ফলে ভোট কেন্দ্র গুলিতে ভোটারদের লাইনে খানিকটা ভাটার টান পড়ে। অবশ্য রৌদ্রের কিরন খানিকটা কমতেই ভোটারদের ভিড় পুনরায় পরিলক্ষিত হয়। ভোটকে কেন্দ্র করে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর নেই। জেলার ভোটারগন স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন খোয়াই জেলাশাসক তথা মুখ্য নির্বাচনী আধিকারিক চাঁদনী চন্দ্রন। এই দিন ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৩.১৪ শতাংশ। ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৫. ৫২ শতাংশ এবং 26 আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৭২. ১৩ শতাংশ।
লোকসভার দ্বিতীয় পর্যায়ের উপজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ পর্ব।
by admin
written by admin
118