Home » মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার খোয়াই জেলা সফরকে কেন্দ্র করে রবিবার দিনভর খোয়াই শহরে ছিল প্রশাসনিক তৎপরতা।

মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার খোয়াই জেলা সফরকে কেন্দ্র করে রবিবার দিনভর খোয়াই শহরে ছিল প্রশাসনিক তৎপরতা।

by admin

মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার খোয়াই জেলা সফরকে কেন্দ্র করে রবিবার দিনভর খোয়াই শহরে ছিল প্রশাসনিক তৎপরতা। আগামীকাল অধ্যাপক ডক্টর মানিক সাহা খোয়াই জেলা সফরে আসবেন। খোয়াই জেলার দুটি মহাকুমা তেলিয়ামুড়া এবং খোয়াই এ বিভিন্ন প্রকল্পের দারুদঘাটন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রীর রয়েছে এক গুচ্ছ কর্মসূচি। প্রথমে তিনি তেলিয়ামুড়া নেতাজি নগরে সি এম এস বাংলো এবং একটি শ্মশানঘাটের উদ্বোধন করবেন। সেখানে কর্মসূচি সেড়ে চলে আসবেন খোয়াই মহকুমায়। খোয়াই মহকুমার ধলাবিলে জেলাশাসক ও সহমর্মিতার আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। তারপর তিনি চলে যাবেন খোয়াই নতুন টাউন হলে, সেখানে বাল্যবিবাহ বিষয়ক ‘চেষ্টা’, নামক এক সেমিনারে অংশগ্রহণ করবেন তিনি। বিকাল সাড়ে চারটা নাগাদ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত তিনদিন ব্যাপী জেলা ভিত্তিক সরস মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। উনার বিভিন্ন কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে থাকবেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায় এবং বিধায়ক পিনাকী দাশ চৌধুরী সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ। সোমবার স্থানীয় সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির বৃত্তান্ত তুলে ধরেন খোয়াই জেলাশাসক চাঁদনী চন্দ্রন। এই দিন জেলাশাসক চাঁদনী চন্দ্রন, অতিরিক্ত জেলাশাসক কেশব কর, মহকুমা শাসক সহ প্রশাসনের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান স্থল গুলি পরিদর্শন করেন। এদিকে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আটু শ্যাটু নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন জায়গায় তল্লাশি এবং যানবাহন চেকিং এ পুলিশ ছিল দিনভর ব্যস্ত।

You may also like

Leave a Comment