প্রতিনিধি মোহনপুর:-বিজেপি ২ নং মোহনপুর মন্ডল কমিটি আয়োজিত অটল বিহারী বাজপেয়ি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয় রবিবার। মোহনপুর উচ্চ মাধ্যমিক স্কুল মাঠে প্রদীপ প্রজ্বলনের করে এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। মোট ৬২টি দল এই খেলায় অংশগ্রহণ করেছে। এদিন মন্ত্রী খেলার উদ্বোধন করে বলেন যুব সমাজকে ব্যাপকভাবে এই খেলার সাথে যুক্ত করতে হবে। নেশার পথ থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে এই খেলার ওপর আরো গুরুত্ব দেওয়ার আহবান করলেন মন্ত্রী। এই খেলা যেভাবে মানুষের মন এবং দৈহিক বিকাশে ভূমিকা রাখে তা একটি সুস্থ রাষ্ট্র গঠনে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি আহ্বান করেন শুধুমাত্র ক্রিকেট খেলা নয় ফুটবল, ভলিবল, সুইমিং সহ বিভিন্ন খেলাতে ছেলেমেয়েরা অংশগ্রহণ করার জন্য। এদিন এই খেলার উদ্বোধনী পড়বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, এসটি কর্পোরেশনের চেয়ারম্যান মঙ্গল দেববর্মা সহ অন্যান্যরা।
মোহনপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন মন্ত্রী
by admin
125
previous post