প্রতিনিধি, উদয়পুর :-
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদাই কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে চলেছেন গোটা দেশজুড়ে । প্রধানমন্ত্রী আদর্শ অনুপ্রাণিত হয়ে বর্তমানে বিজেপি পরিচালিত রাজ্য সরকারও চায় রাজ্যের কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন করতে । ৩১ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছাতারিয়া গ্রামীন এলাকাটি কৃষি প্রধান এলাকা । তাই কৃষকদের উৎপাদিত ফসল যাতে অতি সহজে বাজারজাত করা যায় তার লক্ষ্যে রাজ্যের অর্থমন্ত্রী তথা রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রণজিৎ সিংহ রায় কৃষকদের পাশে দাঁড়িয়ে গ্রামীণ সড়ক পথ নির্মাণ করার নির্দেশ দেন। সে নির্দেশকে মান্যতা দিয়ে এবার ছাতারিয়া গ্রাম পঞ্চায়েতের ১৬ নং বুথে পঞ্চায়েত সমিতির কোষাগার থেকে ৪ লক্ষ ২১ হাজার টাকা ব্যয় করে নির্মিত হচ্ছে নতুন সড়ক পথ । এই রাস্তাটি তৈরি করার ফলে উপকৃত হচ্ছে এই এলাকার কৃষক মহল । যে জায়গায় তাদের কৃষি জমিতে উৎপাদিত ফসল বাজারজাত করতে দীর্ঘ বৎসর অসুবিধার সৃষ্টি হতে হয়েছিল এখন নতুন রাস্তা বর্তমানে তৈরি করায় স্থানীয় কৃষকরা অল্প খরচে তাদের কৃষি জমিতে উৎপাদিত ফসল বাজারজাত করতে পারবে । এর ফলে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন কৃষকরা। বর্তমানে রাস্তার কাজ কেমন চলছে তা সরজমিনে খতিয়ে দেখতে এবার টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্না দাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা রাস্তা নির্মাণের জায়গাটি পরিদর্শন করেন এবং কথা বলেন শ্রমিকদের সাথে । বর্তমানে শীতের মৌরসুমে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে খুশির আবহাওয়া বইতে শুরু করেছে এলাকার কৃষকদের মধ্যে ।