প্রতিনিধি, উদয়পুর :-
সুদীর্ঘ ২৫ বছরের বাম শাসনে হোলাক্ষেত পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সর্বত্র ছিল নানা সমস্যা । ২০১৮ সালে যে বিধানসভা কেন্দ্রে তৎকালীন বাম বিধায়ক মাধব সাহাকে বিপুল ভোটে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি । গত পাঁচ বছরে এই এলাকার পরিবর্তন করার লক্ষ্যে বিজেপি তৎকালীন বিধায়ক বিপ্লব ঘোষ এলাকার উন্নয়নে কাজের গতি বাড়াতে সামিল হয় । পরবর্তী সময়ে ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে নতুনভাবে আবারো বিজেপি বিধায়ক হিসেবে শপথ নেন অভিষেক দেবরায় । ভোটে জিতে এলাকার উন্নয়নে কাজ করে চলেছে । এবার নিজ বিধানসভা কেন্দ্রের হোলাক্ষেত এলাকায় জনগণের সার্বিক উন্নয়নের স্বার্থের জন্য ৫৩ নং বুথের জনপ্রতিনিধি ,গ্রাম প্রধান অপর্ণা দে থেকে শুরু করে বিজেপি স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনিক আধিকারিকদের কে সাথে নিয়ে বট বৃক্ষের নিচে এক জনতার দরবার বসিয়েছেন বিধায়ক । কথা বলেন , গ্রামীন এলাকার বয়স জৈষ্ঠ সকল সাধারণ মানুষের সাথে । এলাকার রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে বিদ্যালয়ে চলার পথে যে সকল রাস্তাঘাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে সে সকল রাস্তা গুলি সমস্যা সমাধান করে দেওয়া এবং এলাকায় সোলার লাইটের ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে কথা বলেন বিধায়ক। তাছাড়া গ্রামীন এলাকার কৃষকদের সাথে এইদিন কথা বলেন তিনি। যুবক শ্রেণীর কাছ থেকে বিধায়ক জানতে চান এলাকার উন্নয়নে আরও বেশি করে কিভাবে সুবিধা দেওয়া যায় সে দিকে লক্ষ্য রেখে কাজ ও তার আলোচনা সমস্ত কিছু একসাথে করার জন্য । এদিনের জনতার দরবারে বিধায়কের এই ধরনের মনোভাব দেখে আপ্লুত গ্রামীণ এলাকার সাধারণ মানুষ। একই সাথে দিন গ্রাম প্রধানকেও নির্দেশ দেন সমস্ত ধরনের সাহায্য এবং সহযোগিতা সাধারণ মানুষকে সবসময় যেন করা হয় । সবমিলিয়ে বিধায়কের নির্দেশ পেয়ে একপ্রকার কাজের গতি অনেকটাই বাড়িয়ে দিয়েছেন গ্রাম প্রধান অপর্না দে। বর্তমান রাজ্য সরকার যে সকল উন্নয়ন করেছে সে সকল উন্নয়ন গুলি কেউ যাতে জনসাধারণের সামনে তুলে ধরা যায় সে নির্দেশ দেন দলীয় কর্মীদেরকে । এই দিনের জনতা দরবার সভাকে কেন্দ্র করে গ্রামীন এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল সারা জাগানো।