Home » এ বার বিরোধী জোটে আহ্বান নতুন শরিককে

এ বার বিরোধী জোটে আহ্বান নতুন শরিককে

by admin

বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’-র বহর আরও বাড়তে চলেছে। বেঙ্গালুরুতে বিজেপির বিরোধী ২৬টি রাজনৈতিক দল ‘ইন্ডিয়া’-র সম্মেলনে যোগ দিয়েছিল। কংগ্রেস সূত্রের খবর, আগামী সপ্তাহে মুম্বইয়ে ‘ইন্ডিয়া’-র বৈঠকে ২৭টি দল যোগ দেবে। মহারাষ্ট্রের কৃষক নেতা রাজু শেট্টির স্বাভিমানী পক্ষকে এই সম্মেলনে আহ্বান জানানো হয়েছে। স্বাভিমানী পক্ষ মহারাষ্ট্রের স্বাভিমানী শেতকারী সংগঠনের রাজনৈতিক শাখা। এই দল এক সময়ে বিজেপির জোটসঙ্গী ছিল। পরে মহারাষ্ট্রের শাসক শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোটেও ছিল। আরও ৮টি দল বিরোধীদ জোট ‘ইন্ডিয়া’-য় যোগ দিতে আগ্রহী। এর মধ্যে অসম, উত্তরপ্রদেশ ও পঞ্জাবের দল রয়েছে। তাদের ‘ইন্ডিয়া’-য় আহ্বান জানানো হবে কি না, তা নিয়ে মুম্বইয়ের বৈঠকে সিদ্ধান্ত হবে।

You may also like

Leave a Comment