প্রতিনিধি, বিশালগড় , ।। জনজাতিদের বিভ্রান্ত করে ভোটব্যাংক স্ফীত করার চেষ্টা বহুবার হয়েছে। এতে কিছু রাজনীতির কারবারী সাময়িক সফলতা পেলেও পরবর্তী সময়ে তারা অস্তিত্বহীন হয়ে গিয়েছে। এরই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে পাহাড়ে। তিপরা মথা সহ বিরোধীরা সাইনবোর্ড টিকিয়ে রাখতে পারবে কি-না সন্দেহ প্রকাশ করছে সাধারণ জনজাতিরা। লোকসভা নির্বাচনের দামামা বাজার আগেই দলবদলের হিড়িক লেগেছে পাহাড়ে। টাকারজলা বিধানসভার জনজাতিরা আঞ্চলিক দলের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে দল ছাড়তে শুরু করেছে ।
রবিবার ২৩০ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। রবিবার প্রথমে জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত খামতিংবাড়ি বাড়িতে বিজেপির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, এমডিসি বিদ্যুৎ দেববর্মা, টাকারজলা বিজেপি মন্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় নরেন্দ্র মোদি পরিচালিত কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গুলি আলোচনা করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এরপর টাকারজলার হাতাইকতর এলাকায় বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় ৮০ পরিবারের ২৩০ ভোটার বিভিন্ন দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। মন্ত্রী বিকাশ দেববর্মা নবাগতদের বরণ করে নেন। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন জনজাতিদের উন্নয়ন করতে পারে একমাত্র বিজেপি। সিপিএমের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়েছে বিজেপি। ডাবল ইঞ্জিনের সরকারের সুফল জনজাতি মহল্লায় পৌঁছে যাচ্ছে। যারা মানুষকে বিভ্রান্ত করে রাজনীতি করে তারা হারিয়ে যাবে। কাজেই উন্নয়নে স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করার জন্য আবেদন জানান তিনি।
টাকারজলায় ২৩০ জন জনজাতি ভোটার যোগ দেন বিজেপিতে
110
previous post