53
- প্রতিনিধি মোহনপুর:- মোহনপুর কৃষি মহকুমা এলাকার কৃষকের চাষ জমি পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। বুধবার কলাগাছিয়া গ্রামের উচ্চ শিক্ষিত চন্দ্র কুমার শীল দাসের মিশ্র ফলের বাগান পরিদর্শন করেছেন মন্ত্রী। উনার বাগানে মাল্টা, মুসাম্বির, ড্রাগন ফ্রুট, আম সহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। এইদিন কৃষক চন্দ্র কুমার শীল দাসের সাথে দীর্ঘ সময় কথা বলেছেন মন্ত্রী। ওনার আয় ব্যয় সম্পর্কে অবগত হয়েছেন। এর পাশাপাশি এই ধরনের চাষবাস করে এলাকার অন্যান্য যুবকদের আত্মনির্ভরতার পথে এগিয়ে আসার জন্য আহ্বান করলেন মন্ত্রী।
অন্যদিকে সাতডুবিয়া গ্রামের কৃষক সঞ্জীব বিশ্বাস সবজির পাশাপাশি বর্ষাকালীন তরমুজের চাষ করেছেন। এই এলাকাতে বর্তমান মরশুমে এই ব্যতিক্রমী ফলের চাষ একমাত্র তিনিই করেছেন। এদিন উনার জমিও পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী। বর্ষাকালে এই এলাকাতে একটি বিকল্প ফলের চাষ করে বাড়তি আয়ের মুখ দেখার সম্ভাবনা পথে এই কৃষক। এদিন কৃষকের সাথে এই চাষবাস সম্পর্কে আলোচনা করেছেন মন্ত্রী। এইদিন মন্ত্রী বলেন বর্তমানে কৃষকরা ব্যতিক্রমী এবং নতুন চাষবাসের সাথে যুক্ত হচ্ছে। কৃষি দপ্তর থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে এলাকার কৃষকদের। এই ধরনের ব্যতিক্রমী সবজি এবং ফল চাষে আরও বেশি করে কৃষকদের এগিয়ে আসার আহ্বান করেছেন মন্ত্রী।