শান্তিরবাজার প্রতিনিধি :আগামীকাল জোলাইবাড়ী বিধামসভা কেন্দ্রে অনুষ্ঠীত হতেযাচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্রকরে বৃহস্পতিবার সকালবেলা শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ পুলিং ষ্টেশনের উদ্দ্যোশ্যে রোওনা হয় ভোটে নিযুক্ত কর্মীরা। ভোটের প্রাকমুহুর্তে ভোটের প্রস্তুতি সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন শান্তির বাজার মহকুমার অতিরুক্ত মহকুমাশাসক দেবজ্যোতি রায়। তিনি জানান জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে মোট ৬০ টি পুলিং ষ্টেশন রয়েছে। এরমধ্যে দুটি মডেল পুলিং স্টেশন রয়েছে চরকপায় এইএস স্কুল এবং অপর একটি জোলাই বাড়ি এইএস স্কুল পাশাপাশি দুটি মহিলা পুলিং স্টেশন ও করা হয় একটি বাইখোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং অপর একটি জোলাই বাড়ি এম এম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। নির্বাচনের দিন সবকয়টি পুলিং ষ্টেশনে সি সি কেমেরার মাধ্যমে ওয়েব কাষ্টিং নজরদার চলবে এবং মাইক্রো অবজারভার থাকবেন প্রত্যেকটি পুলিং স্টেশনে। এছারা প্রতিটি পুলিং ষ্টেশনে পানীয় জল সহ সকলপ্রকারের ব্যাবস্থা রাখাহয়েছে বলে জানান অতিরুক্ত মহকুমাশাসক। শান্তিরবাজার অতিরিক্ত মহকুমা শাসক আরো জানান প্রত্যেক পুলিং স্টেশনে সিআরপিএফ এবং টিএসআর মোতায়েন করা হয়েছে চার জন করে, ইউথ পুলিং স্টেশন করা হয়েছে জোলাই বাড়ি ঠাকুরছড়া এইএস স্কুলকে। সকলে যাতে নিজের ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং শান্তিপূর্ণভাবে যাতে ভোট সম্পূর্ণ করা যায় সেই লক্ষ্যে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বলে জানান অতিরিক্ত মহকুমা শাসক।
শান্তির বাজার মহকুমা শাসক কার্যালয় থেকে ভোটের সামগ্রী নিয়ে জোলাই বাড়ি নিজ নিজ পুলিং ষ্টেশনের উদ্দ্যেশ্যে রোওনা হলেন ভোটে নিযুক্ত কর্মীরা।
by admin
written by admin
117
next post