Home » ৩রা এপ্রিল মুখ্যমন্ত্রীর জনসভাকে সফল করতে কৈলাসহরে দলীয় বৈঠক

৩রা এপ্রিল মুখ্যমন্ত্রীর জনসভাকে সফল করতে কৈলাসহরে দলীয় বৈঠক

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আগামী ২৮ শে মার্চ আমবাসা জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক ও সমাহর্তার নিকট পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা মনোনয়ন পত্র দাখিল করবেন।পাশাপাশি ৩১শে মার্চ কৈলাসহর পুরাতন টাউন হলে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে মাইনরিটি মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়ার উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক এবং ৩রা এপ্রিল কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ও পূর্ব ত্রিপুরা এস টি সংরক্ষিত লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার উপস্থিতিতে নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে।
এই তিনটি কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য গতকাল সন্ধ্যায় কৈলাসহর জেলা কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী,জেলা সাধারণ সম্পাদক অরুন সাহা,মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত,সংখ্যালঘু মোর্চার প্রদেশ নেতৃত্ব গিয়াস উদ্দিন সহ প্রদেশ জেলা ও মন্ডলের অন্যান্য নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment