শান্তিরবাজার প্রতিনিধ: শান্তির বাজার থানার ওসির দায়িত্বে জয়ন্ত দাস আসারপরথেকে শান্তির বাজারে বিভিন্ন অপরাধমূলক কাজ কঠোরহস্তে দমন করছেন। জয়ন্ত দাস লোকজনদের নিরাপত্তা প্রদানে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করেযাচ্ছেন। এরইমধ্যে শান্তির বাজার শহরে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মাঠে নামলে ওসি জয়ন্ত দাস ও দক্ষিন জেলার পরিবহন দপ্তরের দুইজন মোটর ভেইকেলস ইনেস্পেক্টর শুভজিৎ মজুমদার ও জহর রিয়াং। আজকের এই অভিযানের মাধ্যমে শান্তির বাজার শহরে জাতীয় সড়কের পাশে ও বগাফা রোডে অবৈধভাবে যে সকল বাইক ও গাড়ী পার্কিং করে রেখেছে তাদের প্রতি আইনি পদক্ষেপ নেওয়াহয়। মূল লক্ষ্য যাতেকরে কোনো প্রকার দুর্ঘটনা নাঘটে। রাস্তায় যত্র তত্র অবৈধভাবে গাড়ী বাইক পার্কিং করে রাখলে দুর্ঘটনার আশঙ্কা থেকেযায়। লোকজনদের সুরক্ষাপ্রদানে ও দুর্ঘটনা এরাতে শান্তির বাজার থানার ওসি জয়ন্তয় দাস ও দুইজন মোটর ভেইকেলস ইনেস্পেক্টর শুভজিৎ মজুমদার ও জহর রিয়াং এর উদ্দ্যোগে আজকের এই অভিযান চালানো হয়। আজকের অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন মোটর ভেইকেলস ইনেস্পেক্টর শুভজিৎ মজুমদার । তিনি জানান এইধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে।
দক্ষিন জেলার পরিবহন দপ্তর ও আরক্ষা প্রসাশনের উদ্দ্যোগে শান্তির বাজারে বিশেষ অভিযান ।
by admin
written by admin
114
previous post