প্রতিনিধি, উদয়পুর :-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর পূর্তি উপলক্ষে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন জেলার সাথে মহকুমা গলিতে চলছে শাসক দল বিজেপির জনসম্পর্ক অভিযান প্রতিটি বুথে । ছুটির দিন রবিবার সকালে উদয়পুর রাজারবাগ ১৫ নং ওয়ার্ডের ৩৯ নং বুথে প্রতিটি বাড়িতে জনসম্পর্ক অভিযান করেন ৩১ রাধাকিশোরপুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস । এই জন সম্পর্ক অভিযানের সাথে ছিলেন উদয়পুর পৌর পরিষদের সহকারী চেয়ারম্যান প্রদীপ দেবনাথ, কিষান মোর্চার জেলা সভাপতি সহ মহিলা মোর্চার নেতৃত্বরা । বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মন্ডল সভাপতি প্রবীর দাস বলেন , ২০২৪ সালের দেশের লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে আবারও জয়লাভ করবে নরেন্দ্র মোদি । তিনি বলেন , ৩৭০ অনুচ্ছেদ অপসারণের পর জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা হ্রাস পেয়েছে । এছাড়া ডিজিটাল লেনদেনে ভারত বিশ্বের এক নম্বরে পরিণত হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কল্যাণে । আগামী দিনেও এক মজবুত ভারত গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী হাতকে শক্ত করার আহ্বান জানান মন্ডল সভাপতি । রবিবার সকালে উদয়পুর রাজারবাগে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি জনসম্পর্কে অভিযানকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব লক্ষ্য করা যায় ।